গোড়ানে ডেঙ্গু প্রতিরোধে কিশলয় সংসদের ধারবাহিক কর্মসূচীর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট, ২০২৩, 3:56 PM

নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট, ২০২৩, 3:56 PM

গোড়ানে ডেঙ্গু প্রতিরোধে কিশলয় সংসদের ধারবাহিক কর্মসূচীর উদ্বোধন
এডিস মশাবাহিত গ্রীষ্মমন্ডলীয় ডেঙ্গু ভাইরাস জনিত রোগ (ডেঙ্গু জ্বর) প্রতিরোধে খিলগাঁওয়ের গোড়ানে ধারাবাহিক নানা কর্মসূচী অভিযান—২০২২৩ শুরু হয়েছে। শুক্রবার বিকালে (৪ আগস্ট) দক্ষিণ গোড়ানে সামাজিক সংগঠন “কিশলয় সংসদ” এর উদ্যোগে এ অভিযান শুরু হয়। এদিন এলাকায় মশার ওষুধ ছিটানো, ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে মাইকিং, এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কি কি করণীয়, ডেঙ্গু (এডিস) মশা ও লার্ভা নিধন পদ্ধতি, আক্রান্তরা কোন কোন তরল খাবার ও পানীয় সেবন করবেন, ডেঙ্গু মশা কিভাবে জন্মায় ও প্রতিরোধে কি কি করণীয় এ সকল তথ্য সংবলিত ১০০০ লিফলেট বিতরণ ও ডিএসসিসির পক্ষ থেকে কিশলয় সংসদকে দেওয়া ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী প্রতিটি বাড়ী, রাস্তা—অলি গলিতে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার কর্মসূচী পালন করা হয়।
মাসব্যাপি শুরু হওয়া এ অভিযান কর্মসূচীতে অংশগ্রহন করেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌ: ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া, ডিএসসিসির ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনিসুর রহমান সরকার, কিশলয় সংসদের লস্কর রাসেল, ইমরান আহমেদ, সাইফুল ইসলাম, মাহমুদ, আরমান, ফারুক, ফয়সাল ও যুব সমাজ সহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা।
এদিকে কর্মসূচী অব্যাহত রাখতে ডেঙ্গু প্রতিরোধে কিশলয় সংসদ নিজস্ব অর্থায়নে মশা নিধন কয়েককি মেশিন ও ওষুধ ক্রয় করেন। তাই কিশলয় সংসদের উদ্যোগে প্রতিদিন এসব কার্যক্রম অব্যাহত রাখতে ডিএসসিসির পক্ষ থেকে মশার ওষুধ ও পরিচ্ছন্নতাকর্মী সহায়তা দেওয়া হবে জানান
প্রকৌ: ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া।