ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’ নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না : সালাহউদ্দিন আহমেদ হঠাৎ ফায়ার এলার্ম, কিছু সময় স্থগিত ছিল ঐকমত্য কমিশনের আলোচনা মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদে থাকতে হবে যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠোর করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের হাতিয়ায় জোয়ারে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, বিস্তীর্ণ জনপদ প্লাবিত থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা : রিজভী

ঘন কুয়াশা কেটে ঢাকায় রোদেলা আকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৩,  11:42 AM

news image

বেশ কয়েকদিন পর রোদেলা সকাল দেখলো নগরবাসী। গত সপ্তাহের মাঝামাঝি থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল ঢাকার আকাশ। দুদিন কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছিল, দুপুরের পর। তাই পুরো সময় ছিল তীব্র শীত। অনেক দিন এমন শীতের মুখোমুখি হয়নি ঢাকাবাসী।

মূলত ঘন কুয়াশার কারণে সূর্য না ওঠায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে তীব্র শীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। যদিও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। ঢাকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে কনকনে শীতের পরিস্থিতি বদলে যাচ্ছে ঢাকায়। গতকাল (রোববার) দুপুরে রোদের দেখা মিলেছিল। শুক্রবারও দুপুরের দিকে ঘন কুয়াশার আড়াল সরিয়ে সূর্য হেসেছিল আকাশে। তাই দিনের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে।

সোমবার ঢাকার সকাল ছিল কুয়াশামুক্ত। ঘন নীলাকাশে ঝলমল করছে শেষ পৌষের সূর্য। বিভিন্ন স্থানে অনেককে রোদ পোহাতে দেখা গেছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১২ দশমিক ৩। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির