ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

চট্রগ্রাম আগ্রাবাদে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী'র নতুন অফিস উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  9:06 PM

news image

চট্রগ্রামের আগ্রাবাদে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আগ্রাবাদ মেট্রোর নতুন অফিস উদ্বোধন হয়েছে। গত শুক্রুবার বিকালে বৃহৎ ও বর্ণাঢ্য পরিসরে এই উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর আলমের কোরআন তেলাওয়াতের পর কেক এবং ফিতা কাটার মাধ্যমে আগ্রাবাদ মেট্রোর নতুন অফিসের উদ্ধোধন করেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

আগ্রাবাদ মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো. জসিম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনালী লাইফের পরিচালক , শেখ মো. ড্যানিয়েল, সোনালী লাইফের পরিচালক  মোস্তফা কামরুস সোবহান, উপ ব্যবস্থাপনা পরিচালক, মো. আনোয়ার হোসেন,
উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিউদ্দিন ফারুকী, উপ ব্যবস্থাপনা পরিচালক  মো. তামজিদুল আলম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আজিম, 
সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশগুপ্ত, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবু শাহাদাত দুলাল,সহকারী মহাব্যবস্থাপক শাহাদাত মজুমদার ও সোনালী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তাগন এই সময় বলেন আগ্রাবাদ মেট্রোতে একটি সুসজ্জিত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিস্থাপিত হয়েছে যেখানে চট্রগ্রাম শহরে কর্মরত সোনালী লাইফের মাঠকর্মীগণ ব্যবসায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন গ্রহন করতে পারবেন। উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চট্রগ্রামের ১০৪ টি শাখা অফিসের মধ্যে শুধুমাত্র আগ্রাবাদ শাখাতেই ৮৪৫ জন মাঠকর্মীর অক্লান্ত পরিশ্রমে দশ হাজার আটশত পঁয়তাল্লিশ এর অধিক গ্রাহক নিরবিচ্ছিন্ন বীমা সেবা গ্রহন করছেন। 

শত প্রতিকূলতা পেড়িয়ে সোনালী লাইফের কার্যক্রম, গ্রাহক সেবা ও দাবী পরিশোধ বরাবরের ন্যায় অব্যাহত থাকবে বলে উপস্থিত বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
এতে আরো বক্তব্য প্রদান করেন সদ্য প্রমোশন প্রাপ্ত দুই জন ব্রাঞ্চ ম্যানেজার
রাম প্রসাদ চক্রবর্তী ও মো. কামাল উদ্দীন এবং ইউনিট ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার জুয়েল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির