ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

চিকুনগুনিয়ায় আক্রান্ত ওমর ফারুককে হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৫,  12:27 PM

news image

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ ওমর ফারুক চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রামস্থ ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রমিকদের প্রিয় নেতা ও সরল হৃদয়ের এই সংগঠক হঠাৎ জ্বরে আক্রান্ত হলে পরিবারের পক্ষ থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে।

তাঁর চিকিৎসার খোঁজখবর নিতে আজ বুধবার বিকেলে হাসপাতালে ছুটে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যার মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ মজিবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মীর্জা সাহেদ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মীর এবিএম শফিকুল আলম, কেন্দ্রীয় সহ-সম্পাদক জনাব মোঃ হানিফ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মোঃ জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ও পাহাড়তলি শাখা সম্পাদক জনাব গোলাম শাহরিয়ার, প্রবীণ সংগঠক শহিদুল ইসলাম হিরু ভাইসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ ওমর ফারুক ভাইয়ের শারীরিক অবস্থা ও চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তারা তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মানবিকতা ও বন্ধনের এই দৃশ্য ছিল এক হৃদয়স্পর্শী মুহূর্ত, যেখানে একজন অসুস্থ সংগঠকের পাশে দাঁড়িয়ে থেকেছেন তাঁর সহযোদ্ধারা—এ যেন শ্রমিক আন্দোলনের ভ্রাতৃত্ববোধ ও মানবিক সংহতির এক অনন্য উদাহরণ।

বাংলাদেশ রেলওয়ের শত শত শ্রমিক-কর্মচারী এবং ইউনিয়নের সর্বস্তরের সদস্যরা জনাব ওমর ফারুক ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন—আমিন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির