ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ ‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’ পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু ২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

জাপানে রোবট কাপড় বানালে দেশের গার্মেন্টস ঝুঁকিতে পড়বে: পলক

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২৩,  12:27 PM

news image

জাপান রোবট দিয়ে কাপড় কাটিয়ে পোশাক বানানো শুরু করলে বাংলাদেশের পোশাকখাত ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘রোবট উদ্ভাবনে জাপান অনেক এগিয়ে। তারা রোবট দিয়ে সব ধরনের কাজ করানোর পথে হাটছে। জাপান যদি রোবটকে কাপড় কাটা শিখিয়ে ফেলে তাহলে বাংলাদেশের যে বিশাল অংকের গার্মেন্টস শিল্প রয়েছে সেটা বড় ঝুঁকিতে পড়বে।’

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ অলিম্পিয়াডের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অলিম্পিয়াডে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ৫০০ জন নারীসহ দেশের ৬৩ জেলার ১ হাজার ৫৯২ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের এখনই রোবট তৈরির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজে সেই রোবট আমরা ব্যবহার করবো। প্রয়োজনে বিদেশেও রপ্তানি করা হবে। রোবট এখন বিলাসী নয়, স্মার্টফোনের মতই প্রয়োজনীয়।’

অলিম্পিয়াডের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আজকের শিক্ষার্থীরা বুদ্ধিতে স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দেবে। প্রযুক্তি-জ্ঞান নির্ভর এ সমাজ হবে অন্তর্ভূক্তিমূলক। আমারা রোবট বানালেও রোবট হবোনা।’

অনুষ্ঠানে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডকে ২০টি ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ ল্যাব স্থাপন ও গবেষণার জন্য ৫০ লাখ টাকা অনুদানও ঘোষণা করেন তিনি।

আইসিটি বিভাগের মহাপরিচালক মো. মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল। স্বাগত বক্তব্য রাখেন ঢাবি শিক্ষক ও এআই গবেষক সেঁজুতি রহমান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির