ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

জিসিআরজিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২২,  11:25 AM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়ন্স গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স অন ফুড, এনার্জি অ্যান্ড ফিন্যান্সে (জিসিআরজি)’ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস।

প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানোর জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি আমন্ত্রণ সানন্দ্যে গ্রহণ করেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মিনিট ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী জিসিআরজি গ্রুপের লক্ষ্য বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন। তিনি এ ক্ষেত্রে অন্য নেতাদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

প্রধানমন্ত্রী কভিড মহামারি ও ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আর্থিক ব্যবস্থাসহ খাদ্যপণ্য থেকে শুরু করে জ্বালানি ও অন্য অনেক খাতে দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি খাদ্য, জ্বালানি ও আর্থিক ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন।

বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ভূমিকা রাখতে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে শেখ হাসিনা এ ক্ষেত্রে তাঁর অঙ্গীকার তুলে ধরেন। তিনি শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও লিঙ্গ সমতায় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের অংশীদারি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী জিসিআরজি গ্রুপের লক্ষ্য পূরণে উচ্চ পর্যায়ে আলোচনায় যোগ দিতে প্রস্তুত বলেও জানান। জাতিসংঘ মহাসচিব এই গ্রুপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য একজন শেরপা (প্রতিনিধি) নিয়োগ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির