ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

জেট ফুয়েলের দাম বেড়ে দ্বিগুণ, ঝুঁকিতে এভিয়েশন খাত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২২,  11:44 AM

news image

উড়োজাহাজের জ্বালানি তেলের দাম দেড় বছরের মাথায় দ্বিগুণের বেশি বেড়েছে। করোনা মহামারীর আগে জেট ফুয়েলের দাম যেখানে ছিল লিটারপ্রতি ৪৬ টাকা, তা এখন ১০০ টাকা। ফলে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া অস্বাভাবিক হারে বাড়ছে। এতে কমে যেতে পারে আকাশপথের যাত্রীর সংখ্যা, যার নেতিবাচক প্রভাব এভিয়েশন খাতে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, চলতি সপ্তাহে জেট ফুয়েলের দাম বেড়ে ১০০ টাকা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি লিটারে বেড়েছে ১৩ টাকা। গত তিন মাসে প্রতি লিটার ফুয়েলের দাম ২৫ টাকা বেড়েছে। আর গত ১৮ মাসে বেড়েছে ১২০ শতাংশ। ফলে এর প্রভাব পড়েছে সরাসরি ভাড়ায়। এখন দেশীয় রুটে প্রতিটি গন্তব্যে একবার যেতেই গুনতে হচ্ছে কমপক্ষে সাড়ে চার হাজার টাকা। আর কক্সবাজার যেতে গুনতে হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা। এক বছরে দাম বেড়েছে দেড় হাজার। যা করোনাকালে ছিল মাত্র দুই হাজার ৭০০ থেকে তিন হাজার টাকা। কিন্তু এখন সেটি পাঁচ হাজার ছুঁইছুঁই।

জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানিতে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে জেট ফুয়েলের দাম ছিল ৫৫ টাকা, মার্চে তা বেড়ে হয় ৬০ টাকা। এপ্রিলে তা ছিল ৬১ টাকা। মে মাসে এক টাকা কমে দাম। এরপর আবার দাম বাড়ে। জুনে তা হয় ৬৩ টাকা, জুলাইয়ে ৬৬, আগস্টে ৬৭, অক্টোবরে ৭০, নভেম্বরে ৭৭ টাকায় পৌঁছে দাম। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে দুই টাকা করে কমলেও ফেব্রুয়ারি ও মার্চে সাত টাকা করে বেড়ে হয় ৮৭ টাকা। এপ্রিল মাসে বাড়ানো হয় ১৩ টাকা। সব মিলে এখন ১০০ টাকায় তেল কিনতে হচ্ছে দেশীয় এয়ারলাইন্সগুলোকে।

আরো জানা গেছে, ডোমেস্টিক সেক্টরেও ধীরে ধীরে ভাড়া বেড়ে যাচ্ছে। গত কয়েক মাসে শুধু ডোমেস্টিক সেক্টরেই ৫০ শতাংশ ভাড়া বেড়েছে। এতে করে সাধারণ মানুষ যারা আগে প্লেনে যাতায়াত করতেন তারা এখন নিরুৎসাহিত হচ্ছেন। এতে প্লেনের যাত্রীর সংখ্যা কমে যেতে পারে। ফলে এয়ারলাইন্সগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছে। দেশে গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণ রুটে যাত্রীর সংখ্যা বেড়েছিল, সেটা হঠাৎ করেই ভাটা পড়েছে। এখন ঈদের সময় কিছুটা চাপ থাকবে, কিন্তু ঈদের পর তা কমে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞ ও বাংলাদেশে এয়ার এশিয়ার জেনারেল সেলস্ এজেন্ট (জিএসএ) টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেডের ভাইস চেয়ারম্যান শেখ মামুন জানান, ‘ফুয়েলের খরচ বেড়ে গেলে সেটার প্রভাব পড়ে ভাড়ার ওপরে। এখানে এয়ারলাইন্সগুলোর কিছু করার নেই।’ তবে সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়ানো হয় বলে মনে করেন তিনি।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির