ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে

জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই, ২০২৩,  10:33 AM

news image

জনি বেয়ারস্টোকে নিয়ে কম জলঘোলা হয়নি এবারের অ্যাশেজে। ২য় টেস্টে বিতর্কিত এক রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন। সেখান থেকে বহু আলোচনা-সমালোচনাও হয়েছে। তিন টেস্টে রান না পাওয়ায় তাকে বসিয়ে রাখার দাবিও উঠেছিলো। কিন্তু, অধিনায়ক স্টোকসের পরিকল্পনায় ছিলেন বেয়ারস্টো। চতুর্থ টেস্টে এসে তারই প্রতিদান যেন দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের সুবিধাজনক অবস্থানের জন্য অনেকটা কৃতিত্ব এই ব্যাটারের। ব্যাট হাতে খেলেছেন দারুণ এক ইনিংস। অপরপাশে সঙ্গ না থাকায় ৯৯ রানে অপরাজিত থাকতে হলো তাকে। আর শেষ বিকেলে মার্ক উডের দারুণ বোলিংয়ের সুবাদে টেস্ট জয়ের উত্তাপ পাচ্ছে ইংলিশরা। 

প্রথম ইনিংসে অজিদের করা ৩১৭ রানের বিপরীতে দারুণ শুরুই করেছিল ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলির ১৮৯ রান তাদের এনে দিয়েছিলো বড় স্কোরের ভিত্তি। তিনে নেমে মঈন আলীও খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। এরপর জো রুটের ৮৪, হ্যারি ব্রুকের ৬১, বোন স্টোকসের ৫১ রানের পর বেয়ারস্টো খেলেছেন ৯৯ রানের কার্যকরী এক ইনিংস। 

সবশেষ ব্যাটার হিসেবে জেমস অ্যান্ডারসন যখন আউট হয়েছেন তখন ইংলিশদের স্কোর ৫৯২ রানের। লিড ২৭৫। 

ব্যাট করতে নেমে আবারও সুবিধা করতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। ফর্মে থাকা উসমান খাওয়াজা আউট হয়েছেন ১৮ রানে। তাকে ফিরিয়েছেন মার্ক উড। নিজের বাজে অবস্থা এই ম্যাচেও টেনে এনেছেন ওয়ার্নার। ৫৩ বলে ২৮ করে ক্রিস ওকসের বলে ফিরেছেন এই ওপেনার। 

বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি স্টিভেন স্মিথেরও। ১৭ রান করে উডের বলে যখন ফিরছিলেন, তখন দলের রান ১০০ এর কম। দলীয় ১০৮ রানে প্যাভিলিয়নে ফিরেছেন বিশ্ব র‍্যাঙ্কে দ্বিতীয় অবস্থানে থাকা ট্রাভিস হেড। দিনশেষে অজিদের স্কোর ৪ উইকেটে ১১৩ রান। এখনো তারা পিছিয়ে আছে ১৬২ রানে। 

আজ টেস্টের চতুর্থ দিনের খেলা মাঠে গড়াবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির