ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা, ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু এআইয়ের অপব্যবহার বৈশ্বিক মাথাব্যথা, একত্রে চিন্তা করলে ভালো কিছু আসবেঃ সিইসি তাইওয়ান দখল করতে চায় না চীন: ট্রাম্প ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা, ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা ৯ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ আমরণ অনশনে হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু ডিটেকশন ও প্রটেকশন সিস্টেম থাকলে এমন দুর্ঘটনা হতো না : ফায়ারের পরিচালক উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন

ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩,  12:22 PM

news image

বাজারে একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম। তদারকি ব্যবস্থা জোরদার ও আমদানি করার পরও নিয়ন্ত্রণে আসেনি পণ্যের দাম। এমন প্রেক্ষাপটে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু করল বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির ভবনের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, ‘এখন বিশ্বব্যাপীই পণ্যের দাম বেশি। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ঢাকার বাইরেও চালু করা হবে এ ট্রাকসেল কার্যক্রম। এ মুহূর্তে ভোক্তাদের পাশে দাঁড়াতে নিঃসন্দেহে এটি সরকারের একটি ভালো উদ্যোগ।’

টিসিবির ট্রাক থেকে ক্রেতারা বাজার সাশ্রয়ী মূল্যে ২ কেজি করে ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। যেখানে বাজারে তেল ১৬৫ থেকে ১৬৯, আলু ৫০ থেকে ৫৫, ডাল ১০৫ থেকে ১১০ এবং আমদানি করা পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার পর ভ্যান চালক মো. রুবেল বলেন, ‘কার্ডে দিলে পাই না। অনেকবার গেছি কাউন্সিল অফিসে, খালি হাতে ফিরেছি। তারা মুখ দেখে দেখে দিয়েছে। ট্রাকে দিলে ভালো হয়। সবাই দাঁড়িয়ে একটা টোকেন নিবে। দেরি হলেও অন্তত পাওনের নিশ্চয়তা থাকে।’

কাঁঠাল বাগান থেকে পণ্য কিনতে এসেছেন মাজেদা বেগম। তপ্ত রোদে দাঁড়িয়ে ঘেমে পণ্য পাওয়ার পর বেশ খুশি তিনি। বলেন, ‘সংসারে ছয়জন সদস্য। আয় করেন ছেলে এবং তিনি। বাসাবাড়িতে কাজ করেন। রোদে কষ্ট হলেও পণ্য কিনতে পেরে খুশি হয়েছেন। এতে তার অন্তত সাড়ে তিনশ টাকা সাশ্রয় হয়েছে বলে জানান তিনি। 

তেজকুনি পাড়া থেকে পণ্য কিনতে এসে নুরে আলম নামের এক ক্রেতা বলেন, ‘এখন সব জিনিসের দাম বেশি, এভাবে দিলে তো গরিবের জন্য অনেক উপকার হয়। কিছু টাকা বাঁচে। আরও বেশি জায়গায় এবং আরও কিছু জিনিস দিলে ভালো হয়।’

ট্রাকসেলের হিসাব বলছে, ‘১ কোটির বেশি জনসংখ্যার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা পাবেন এই কার্যক্রমের সুবিধা।’

তবে প্রথম দিনেই অনেকে ক্রেতা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। টোকেন নেওয়ার জন্য ক্রেতারা হুড়মুড়িয়ে পড়েছেন। 

এ সময় ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে একই ব্যক্তি একাধিকবার যেন পণ্য নিতে না পারে সেদিকে বাড়তি নজর দেয়ার অনুরোধ জানান তারা। একই সঙ্গে ট্রাক সেল কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর অনুরোধ জানান ক্রেতারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির