সংবাদ শিরোনাম
ঢাকায় রেলওয়ে গেইট কিপার খুন
নিজস্ব প্রতিবেদক
১২ জুন, ২০২২, 10:57 PM
নিজস্ব প্রতিবেদক
১২ জুন, ২০২২, 10:57 PM
ঢাকায় রেলওয়ে গেইট কিপার খুন
আজ সন্ধ্যা ৭/৩০ মিনিটে কমলাপুর ঢাকার আইসিডির গেইট কিপার শাহিন খুন হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে গেইট কিপার শাহিন চুরির আঘাতে নিহত হয়েছে। লাশ মুগদা হাসপাতালে, একটি সূত্রে জানা যায় আইসিডি লেবার কান্ঞন এর বউ এর সাথে পরকিয়ার জেরে চুরি মারে শাহিন কে, সে মারা যান, আসামী জিআরপি ঢাকার হেফাজতে থানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রত্রুিয়াধীন।
সম্পর্কিত