ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

তাইজুলে ভরসা বাংলাদেশের ব্যাটিং কোচের

#

স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল, ২০২৪,  10:18 AM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাহাড়সম রান করেছে শ্রীলঙ্কা দল। প্রথম ইনিংসে ছয় ব্যাটারের অর্ধশতকে ভর করে লঙ্কানরা সংগ্রহ করেছে ৫৩১ রান। কোনো শতক ছাড়াই এত বেশি রানের এটাই রেকর্ড। বড় এই সংগ্রহের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল টাইগাররা। তবে দিনের শেষ সময়ে এসে ফিরে যেতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে।

এরপর তিন নম্বরে নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসেন তাইজুল ইসলাম। দিনের বাকিটা সময় জাকির হাসানকে নিয়ে দেখেশুনেই পার করে দেন এই স্পিনার। আগের টেস্ট মাচের প্রথম ইনিংসে তাইজুল ছিলেন দলের সেরা রান সংগ্রাহক। করেছিলেন ৪৭ রান। যে কারণে তার উপর ভরসা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ ডেভিড হেম্প তাইজুলকে নিয়ে বলেন, ‘আগের ম্যাচে তো (তাইজুল) সে দারুণ একটি ইনিংস খেলেছে (নাইটওয়াচম্যান হিসেবে নেমে)। ফলে এবার যখন আমরা তার সাথে বিষয়টি নিয়ে আলাপ করলাম সে রাজি হল। ফলে এখানে কোনো সমস্যা নেই। সে এটি করতে রাজি আছে এবং খুশি আছে। দারুণ ব্যাপার।’

এদিকে চট্টগ্রাম টেস্টের পিচে দেখা যাচ্ছে রানের পসরা। স্পিনার বা পেসার কোনো বোলারই তেমন পাচ্ছেন না পিচ থেকে সুবিধা। এ নিয়ে হেম্প বলেন, ‘এখানে কিছু বল মাঝেমধ্যে টার্ন করেছে মনে হয়। পিচ বেশ ভালো মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের সময়। কালও এমন থাকবে আশা করছি।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির