তৃতীয় বছরে আদিয়াত ও নাযিয়াত'র - নাসির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট, ২০২২, 11:39 AM
নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট, ২০২২, 11:39 AM
তৃতীয় বছরে আদিয়াত ও নাযিয়াত'র - নাসির উদ্দিন
দুই বছর পার করে তৃতীয় বছরে আমার আদিয়াত ও নাযিয়াত'র। জন্মের পর দুই জনই ৫ দিন ইনকিউবেটরে ছিল। কত রকমের জটিলতা যে ছিল!
ওদের জন্মের সময় জেসমিনের হিমোগ্লোবিন কম থাকার জন্য তিন ব্যাগ রক্ত দিতে হয়েছিল।
জন্মের সময় ওরা এত দুর্বল ছিল যে, রুমের একপাশে কান্না করলে অন্যপাশ থেকে শোনা যেত না। আর এখন এক বাড়িতে চিৎকার করলে আরেক বাড়ি থেকে শোনা যায়। এখন আমার মেয়েরা শপথ বলতে পারে - 'নাযিয়াত মাম্মামের তথা (কথা) মত চ-লে। 'টিভি দেখে ওরা গান শিখেছে-'রেইন রেইন 'গোলাবে?'কাম এগেইন আনাদা ডে।'আমাকে ফোনে বলে- 'ছোনা বাপি। মিসিউ।'আমাদের সাগর,ইউএস বাংলা এয়ার লাইন্সে কর্মরত এক ভাই, আরেক সহকর্মী এক ব্যাগ করে রক্ত দিয়েছিলেন। ফুয়াদ স্যার, জিমি,জিমি ভাবি,ফারুক,আসলাম, টোকন,জোসেফ আশিক, সালাহউদ্দিন, সালাউদ্দিন ভাবি, ডাঃ মারুফ ভাই, ফার্মাসিস্ট আনোয়ার সহ সবাই ওই করোনার ঝুঁকি উপেক্ষা করে আমাদেরকে অনেক হেল্প করেছিলেন।
অশেষ কৃতজ্ঞতা জানাই সিসিএম ভাবি শ্রদ্ধেয় ডাঃ নিশাত আনাম বর্ণা কে। আল্লাহ কিছু মানুষকে বিশেষ ক্ষমতা দান করেছেন। ম্যাডাম, আপনি তার মধ্যে একজন। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন।
ঝর্ণা শুরু থেকেই অন্তত ৪ মাস আমাদের জন্য অবর্ণনীয় পরিশ্রম করেছে, ওর লেখাপড়া বাদ দিয়ে। তাইতো আমার মেয়েদের কাছে সে 'বুবু' হয়ে উঠেছে। সাদিয়া, অনন্যা, ফারিহা, কথা, কোয়েল, আরাবী তাদের ভালোবাসা অনন্য। জেসমিন এখন আমার কাছে একজন সুপার উইমেন। দুটো সন্তান কিভাবে পালন করতে হয় তা জেসমিনের নিকট থেকে শেখার আছে।
সবার কাছে দোয়া চাই, আপনারা মানুষ বলতে যা বোঝেন ;আল্লাহ ওদেরকে যেন সেটাই করেন।