ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন

দশজনের ব্রাজিল চার গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে

#

স্পোর্টস ডেস্ক

০১ জুন, ২০২৩,  11:12 AM

news image

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। বয়সভিত্তিক আসরের পাঁচবারের শিরোপাধারী দলটি তিউনিশিয়া অনূর্ধ্ব-২০ দলকে হারিয়েছে ৪-১ গোলে। 

আর্জেন্টিনায় অনুষ্ঠিত আসরে বুধবার রাতে স্টাডিও লা প্লাটায় ফেবারিট হিসেবে শুরু করে সেলেসাও যুবারা। ম্যাচের ১১ মিনিটে মার্কোস লিওনার্দো পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন। 

এরপর চেলসির সঙ্গে চুক্তি করা তরুণ ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও অধিনায়ক আন্দ্রে সান্তোস গোল করেন। ম্যাচের ৩১ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন এই প্রতিশ্রুতিশীল তরুণ। 

তারপরও দুশ্চিন্তায় নিয়ে প্রথম ৪৫ মিনিট শেষ করতে হয় হার দিয়ে আসর শুরু করা ব্রাজিলের। ম্যাচের ৪৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবার্ট রেনান। দশজনের দল নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে হলুদ জার্সির দলটি। 

তবে একজন কম নিয়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলেছে তারা। দুই গোলের লিড থাকায় গোলবার সামলে খেলা ছিল কাজ। সেটা ঠিকঠাক করেছে ব্রাজিল। শেষ বাঁশির আগে এক গোল খেলেও দুই গোল করেছে নেইমারদের উত্তরসূরীরা।

 ম্যাচের ৯১ মিনিটে মার্টিন ডি সিলভা সান্তোস দলকে ৩-০ গোলে এগিয়ে নেন। এরপর ১০০ মিনিটে ব্যবধান ৪-০ করেন আন্দ্রে সান্তোস। ১১৩ মিনিটে গিয়ে সান্তোনার গোল পায় তিউনিশিয়া।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির