ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান বন্দরে বাড়তি মাশুল, বন্ধ ট্রেইলার চলাচল পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান

দাম কমার পরও আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২২,  12:30 PM

news image

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় গত তিন আগে খুচরা পর্যায়ে এক লিটারের বোতলের দাম ১৪ টাকা কমিয়েছে সরকার। কিন্তু এখনো এর প্রভাব পড়েনি বাজারে। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। রাজধানীর বিভিন্ন বাজারে এখনো এক লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ১৯৯ টাকায়। দুই লিটারের বোতল ৩৯৫ টাকা আর ৫ লিটারের দাম রাখা হচ্ছে ৯৭০ টাকা।

অথচ গত রোববার (১৭ জুলাই) সমন্বয় করা এই দাম পরদিন থেকেই বাজারে বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও ঘোষণার ৪ দিন পরও আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।

বিক্রেতারা বলছেন, নতুন তেল বাজারে না এলে দাম কমানো সম্ভব হবে না। ডিলাররা আগের তেল বিক্রি করা ছাড়া নতুন কম দামের তেল দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আগের বাড়তি দরের তেল বিক্রি করতে হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, দাম কমলেও এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। অথচ দাম বাড়ার সঙ্গে সঙ্গে তা বাজার বাস্তবায়ন হয়। দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাজার থেকে বেশি দামে কিনতে হলেও দাম কমার সঙ্গে সঙ্গে তার বাস্তবায়ন হয় না। তাই বাজার মনিটরিং বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। তবে গতকাল বুধবার পর্যন্ত কোম্পানিগুলো বেশি দামেই তেল সরবরাহ করেছে বলেও দাবি বিক্রেতাদের।

বর্তমানে সরকার নির্ধারিত প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা আর খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৬৬ টাকা করা হয়। ২ লিটারের বোতলের বর্তমান দাম ৩৯৮ টাকা থেকে কমে ৩৭০ টাকা আর ৫ লিটার সয়াবিনের যে বোতল ৯৮০ টাকায় কিনতে হচ্ছিল, তা এখন ৯১০ টাকা।

বিশ্ববাজারে দাম কমার কারণে গত মাসের শেষদিকে ভোজ্যতেল আমদানিকারকরা দেশে তেলের দাম কিছুটা কমানোর ঘোষণা দেন। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তিন দফায় লিটারপ্রতি ৫৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির