দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে এবাদত
স্পোর্টস ডেস্ক
১০ জুলাই, ২০২৩, 11:16 AM

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই, ২০২৩, 11:16 AM

দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে এবাদত
হাঁটুতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন পেস বোলার এবাদত হোসেন।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামের শেষ ওয়ানডে খেলতে পারবেন না তিনি। ছিটকে গেছেন আফগানিস্তানের বিপক্ষে সিলেটে অনুষ্ঠেয় দুই ম্যাচ টি২০ সিরিজ থেকেও। খেলতে না পারলেও পুনর্বাসন করতে দলের সঙ্গে রেখে দেওয়া হচ্ছে তাঁকে। এবাদত খেলতে না পারলেও তাঁর বদলি নেওয়া হচ্ছে না দলে।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে বোলিং করার সময় আম্পায়ার গাজী সোহেলের শরীরে হাত লেগে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাঁ পায়ের হাঁটুতে ঝাঁকি লাগে। আঘাত পাওয়ার পর বোলিং, ব্যাটিং করতে পারেননি।
প্রাথমিকভাবে সমস্যা মনে না করলেও গতকাল এমআরআই করা হলে সমস্যা ধরা পড়ে। ফিজিও মোসাদ্দেদ আলফা সানি জানান, চোট গুরুতর না হলেও দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এবাদতকে।