ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আজিমপুর গণপূর্ত উপ-বিভাগ ২ এর উপ- সহকারী প্রকৌশলী তুষার আলমের দুর্নীতির আমলনামা ভয়ংকর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

দুদকে রিভিউ আবেদন করলেন চাকরিচ্যুত শরীফ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২২,  12:08 PM

news image

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে সম্প্রতি চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিন তার অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছেন। তিনি সবশেষ দুদকের পটুয়াখালী জেলার উপ-সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে কমিশনের চেয়ারম্যান বরাবর তিনি এই আবেদন করেন।

রিভিউ আবেদনে শরীফ উল্লেখ করেন, ‘আমি ১২ অক্টোবর ২০১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত দুদকে বিশ্বস্ততা, অধ্যবসায় ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এ সময়ে আমি আমার সর্বোচ্চ দক্ষতার সঙ্গে ৭০টির বেশি গুরুত্বপূর্ণ মামলা সুপারিশ করে দেশের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- রোহিঙ্গা জনগোষ্ঠীকে অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি প্রদানের ২০টি মামলা, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা (এলএ), পেট্রোবাংলা, বাংলাদেশ রেলওয়ের ৮৬৩ জন খালাসি নিয়োগের দুর্নীতির মামলা ও সম্পদের অনুসন্ধান, স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতি নিয়ে মামলা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু ও সুপারিশ করেছি।’

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, ‘চট্টগ্রাম কর্মরত থাকাকালীন আমার কাছে প্রায় ৭০টি অভিযোগের অনুসন্ধান ও ৪২টি মামলার তদন্তভার ছিল। এর বাইরে প্রধান কার্যালয়ের রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট প্রদান বিষয়ক ছয়টি অভিযোগের অনুসন্ধান টিমের সদস্য, মাহিনী ট্রান্সপোর্ট লিমিটেড বিষয়ক অভিযোগের অনুসন্ধানকারী টিমের সদস্য, ১৫৭ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বাঁকখালী নদী দখল, চট্টগ্রাম এলএ শাখার দুর্নীতির বিপরীতে মামলা করার সুপারিশ, মানিলন্ডারিং অনুসন্ধান, মহেশখালীর ২৭ জন ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি।’

আবেদনে শরীফ অপসারণের আগে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি জানিয়ে চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দিন বলেন, আজ (রোববার) সকালে আমার অপসারণ আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছি। দুদক আবেদনটি গ্রহণ করেছেন। আশা করি, কমিশন আমার প্রতি সদয় হবেন। আমি ন্যায়বিচারের মাধ্যমে চাকরি ফিরে পাবো। দুদকের চাকরিবিধি অনুযায়ী অপসারণের বিরুদ্ধে কমিশনে রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে। এটি দুদক চাকরিবিধির ৪৮ ধারায় উল্লেখ রয়েছে।

তবে এ বিষয়ে জানতে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহকে ফোন করা হলে তিনি বলেন, ‘এখনো আবেদনটি আমি হাতে পাইনি। বিষয়টি নিয়ে অবগত নই।’

এর আগে বিধিমালা ভঙ্গসহ একাধিক অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করে দুদক। পরদিন এ ঘটনার প্রতিবাদে ঢাকাসহ ২১ জেলার দুদক কর্মকর্তারা নজিরবিহীনভাবে মানববন্ধন করে প্রতিবাদ করেন। এছাড়া হঠাৎ করে এই কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

প্রথমদিকে সুনির্দিষ্টভাবে কিছু না জানালেও ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে শরীফের বিরুদ্ধে ১৩টি অভিযোগ জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন। যদিও এসব অভিযোগের ব্যাখ্যা গণমাধ্যমে পাঠিয়েছেন শরীফ।

অন্যদিকে ২০ ফেব্রুয়ারি শরীফের জীবনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট চিঠিটি রেখে আইনজীবীদের বলেন, সংক্ষুব্ধ হলে তারা যেন রিট দায়ের করেন।

জানা গেছে, গত বছরের ১৬ জুন শরীফকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। চট্টগ্রামে চাকরির সময় একের পর এক অভিযানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন শরীফ।

শরীফের অভিযোগ, চাকরিচ্যুতির কিছুদিন আগে ৩০ জানুয়ারি তাকে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার বাসায় এসে সদলবলে পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা হুমকি দিয়ে যান। সেদিন এক সপ্তাহের মধ্যে শরীফের চাকরি খেয়ে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় বিষয়টি কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীফ উদ্দিন।

এই জিডি তদন্তের সময় সিসিটিভি ফুটেজে পেট্রোবাংলার অবসরকালীন ছুটিতে থাকা পরিচালক (পরিকল্পনা) আইয়ুব খানের উপস্থিতি দেখতে পায় পুলিশ। যদিও কী কারণে সেদিন আইয়ুব খান শরীফের বাসায় গিয়েছিলেন তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির