ঢাকা ০১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ ‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’ পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু ২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় ঢাকা-কাঠমান্ডু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  11:20 AM

news image

বাংলাদেশ ও নেপালের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে জোর দিয়েছে উভয়পক্ষ। মঙ্গলবার (২৯ মার্চ) কলম্বোতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. নারায়ণ খাদকা। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক বৃদ্ধিতে জোর দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সংযোগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। উভয়পক্ষ উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করার সময় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে একে অপরকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নেপালের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে প্রাপ্ত অটুট সমর্থনের প্রশংসা করেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বিপুল সংখ্যক নেপালি শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে নেপালের সহায়তা চান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির