ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আজিমপুর গণপূর্ত উপ-বিভাগ ২ এর উপ- সহকারী প্রকৌশলী তুষার আলমের দুর্নীতির আমলনামা ভয়ংকর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

দ্রুতগতিতে নির্মাণ হচ্ছে দেশের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু রেল সেতু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  1:19 PM

news image

বঙ্গবন্ধু সেতুর যানবাহনের চাপ কমাতে ও যমুনা সেতুতে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত গতিতেই কাজ চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর। বঙ্গবন্ধু সেতুর উত্তর দিকের ৩০০ মিটার উজানে দ্রুতগতিতে নির্মাণকাজ চলছে।

ডুয়েল গেজ ডাবল ট্রাকের সেতুটির মোট ৫০টি পিলারের উপর গড়ে উঠবে ৪.৮ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিবু রেল সেতু। এরমধ্যে ১৯টি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে।

২০২০ সালে ২৯ নভেম্বর ১৬ হাজার ৭৮০ কোটি টাকার বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের মার্চ মাসে শুরু হয় পিলারের পাইলিংয়ের কাজ। দেশের অন্যতম মেগা প্রকল্প এই রেল সেতু। প্রকল্পটি বাস্তবায়ন করছেন জাইকা।

দেশি-বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মধ্যদিয়ে দ্রত কাজ এগিয়ে চরছে বঙ্গবন্ধু রেল সেতুর। এছাড়াও দৃশ্যমান হয়েছে রেল সেতুর পিয়ার হেড। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজ শেষ হবে।

বর্তমান বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে রেল চলাচল করে মোট ৩৮টি এবং রেল সেতুটি চালু হলে ৬৮টি মালবাহীসহ যাত্রীবাহী রেল চলাচল করবে।

স্থানীয়রা জানান, রেল সেতুটি নির্মাণের কাজ শেষ হলে আমদানি-রপ্তানি খরচ কমে যাওয়াসহ বঙ্গবন্ধু সেতু ও মহাসড়কের ওপর চাপ কমবে। ঝুঁকিও হ্রাস পাবে বঙ্গবন্ধু সেতুর। ট্রেন চলাচল করার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ট্রেন চলাচলের আন্তঃসংযোগ সৃষ্টি হবে।

প্রকল্প পরিচালক মাসুদ রানা বলেন, এই মেগা প্রকল্পের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। পূর্ব প্রান্তের ৪৮ নাম্বার পিলার স্থাপনের কাজ সম্পন্ন করেছি। এরপর ৪৬, ৪৭ ও ৪৯ নাম্বার পিয়ার হেড কনস্ট্রাকশন শুরু হবে এবং ২টি সুপার স্ট্রাকচারের কাজ চলছে। সুপার স্ট্রাকচারের কাজ শেষ হলে জুলাই মাসের দিকে সুপার স্ট্রাকচারের ইনস্টলেশনের কাজ শুরু করা হবে।

এছাড়াও সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই রেল সেতুর নির্মাণকাজ শেষ করা হবে। সে লক্ষ্য নিয়েই সেতুর দুই প্রান্তে দুটি প্যাকেজে কাজ চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির