নতুন বাংলাদেশ তৈরিতে সবার সহযোগিতা চাই: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৪, 2:31 PM
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৪, 2:31 PM
নতুন বাংলাদেশ তৈরিতে সবার সহযোগিতা চাই: ড. ইউনূস
নতুন বাংলাদেশ গড়তে চা্ন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।
রোববার দুপুর ১টার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের এক ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন।
এতে ড. ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। এ ক্ষেত্রে সব কিছু ঠিক হয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরতে পারেন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। নতুন এ সরকার গঠনের পর বিদেশি কূটনীতিকদের একবার ব্রিফ করেছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ওই ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রত্যাশা করেন পররাষ্ট্র উপদেষ্টা।