ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল সব রেকর্ড ভাঙল সোনার দাম একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে

নিহত সাংবাদিকের পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  7:24 PM

news image

লমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ হারানো সাংবাদিক ইউনুস আলীর পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা প্রদান করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউজে অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেওয়া হয়। এসময় ইউনুস আলীর স্ত্রীর হাতে টাকা তুলে দেন মন্ত্রী। এছাড়াও মন্ত্রী পরবর্তীতে নিহত সাংবাদিকের পরিবারকে আরও সহায়তার ঘোষণা দেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ তারা তুলে ধরে। তাদেরকে কেউ অবহেলা করবেন না।

তিনি আরও বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। রোদ বৃষ্টি তাদের কাছে কোনো কিছুই না। 

মন্ত্রী আরও বলেন, শুধু এক লাখ টাকায় নয়, তার দুই ছেলে সন্তান আছে তাদেরও খোঁজ খবর আমি রাখব। তাদের যেকোনো সমস্যায় আমার এখানে আসলে আমি তাদের পাশে দাঁড়াবো। আশা করছি, সন্তান দুটি মানুষের মতো হলে এই কষ্ট আর থাকবে না। 

অর্থ বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান, লালমনিরহাট টিভি ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা, এনটিভির জেলা প্রতিনিধি হায়দার আলী বাবু, বৈশাখি টিভির তৌহিদুল ইসলাম লিটন, এস এ টিভির আশিকুর রহমান ডিফেন্স ।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনিছ আলী

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির