ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আজিমপুর গণপূর্ত উপ-বিভাগ ২ এর উপ- সহকারী প্রকৌশলী তুষার আলমের দুর্নীতির আমলনামা ভয়ংকর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ

ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  5:36 PM

news image

ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স বাতিল করেছে মন্ত্রিসভা। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৬ সালে ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটি অর্ডিন্যান্স জারি করা হয়। এটা সুপ্রিমকোর্ট বাতিলও করে দিয়েছে। কিন্তু ২০২১ সালে আবার আইন করা হয়েছিল। কিন্তু সমস্যা হচ্ছে, আইনটির নোটিফিকেশন হয়নি, আইনটিও জারি হয়নি এবং পরবর্তী সময়ে আর উপস্থাপিত হয়নি। এই আইন এতদিন ধরে ঝুলেছিল। যেহেতু সামরিক আইনের সময় করা অধ্যাদেশ আইনে পরিণত করতে হবে, না হয় বাদ দিতে হবে। এখন দেখা যাচ্ছে এটির প্রয়োজন নেই। 

বাংলাদেশ টেলিভিশন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান উল্লেখ করে সচিব বলেন, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর ওপরে অথরিটি আছে, যদি প্রধানমন্ত্রী নির্দেশনা দেন তাহলে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনিক উন্নয়ন কমিটির সভায় আসবে। সেখান থেকে প্রধানমন্ত্রীই এটি অনুমোদন দেবেন। যদি কোনো অটোনোমাস বডি হয় তাহলে আইনের প্রয়োজন পড়ে। যেহেতু এখন অনেক টেলিভিশন; বাংলাদেশ টেলিভিশনকে এখন অটোনোমাস করার প্রয়োজন নেই। সুতরাং এটি বাতিল করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির