প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার
নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২২, 12:19 PM

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২২, 12:19 PM

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রধানমন্ত্রী এ কথা জানান বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এছাড়া ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠেয় যৌথ সভায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন এবং দেশের ৬০টি জেলা পরিষদ নির্বাচনের দলের প্রার্থীদের সমর্থন চূড়ান্ত করা হয়।