ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান বন্দরে বাড়তি মাশুল, বন্ধ ট্রেইলার চলাচল পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী ও কাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২২,  12:27 PM

news image

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি হওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করায় ওবায়দুল কাদেরসহ দলটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।  রবিবার এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। 

এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সন্তানদের নিয়ে রাজপথে থাকার প্রত্যয়ের কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আজীবন প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা।

বিবৃতিতে স্বাক্ষর করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতিক, কমান্ডার মোশাররফ হোসেন, তেজগাও থানা কমান্ডার আবুল বাসার, জামাল খান, তেজগাঁও সমিতির সভাপতি মো. শাহজাহান, ঢাকা-১৫ আসনের আহমেদ উল্লা রতন, এবি সিদ্দিক মোল্লা, মিরসরাইয়ের মোয়াজ উদ্দিন, ফরিদপুরের জেলা কমান্ডার আবুল ফয়েজ, মিরসরাই উপজেলা কমান্ডার মো. কবির, চট্টগ্রামের আহমেদ হোসেন, অবসরপ্রাপ্ত সচিব কেএম মোজাম্মেল, যুগ্ম সচিব কায়কোবাদ, মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী কমিটির সভাপতি আবদুর রশীদ, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির