ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন

ফল উৎসব অব্যাহত রাখার আহ্বান স্পিকারের

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  11:50 AM

news image

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ফল উৎসব সংসদের ঐতিহ্য। এছাড়া এটি একটি নতুনধারার চিন্তা। তাই ভবিষ্যতেও এ উৎসবকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার (২০ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ‘ফল উৎসব-২০২২’ এর আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান। সেই সঙ্গে এ উৎসবের আয়োজন করার জন্য অ্যাসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে সংসদ বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয়েছিল এই ফল উৎসব। এরমধ্যে ছিল- আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকী, আনারস, গাজর, বিলাতি গাব, জামরুল ইত্যাদি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির