ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ ‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’ পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু ২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৩ কি‌মি যানজট

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২২,  11:06 AM

news image

বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী গাড়ির সঙ্গে অজ্ঞাত পরিবহ‌নের সংঘ‌র্ষের ফ‌লে একজন আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (১৪ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর ২৬ নং পিলা‌রের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। এ‌তে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এ‌লেঙ্গা পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের ফ‌লে ঢাকাগামী প‌রিবহনগু‌লো বিকল্প হি‌সে‌বে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল কর‌ছে। 

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, ভোররাত থে‌কেই প‌শ্চিমপা‌ড়ের সিরাজগ‌ঞ্জ অং‌শে প‌রিবহ‌নের চাপ ‌ছিল। এ‌তে ধীরগ‌তি‌তে চলাচল ক‌রছিল যানবাহন। এছাড়া সকা‌লের দি‌কে সেতুর ২৬ নং পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লাশবা‌হী অ্যাম্বু‌লেন্স‌কে ‌পেছন থে‌কে অজ্ঞাত আ‌রেক‌টি প‌রিবহন ধাক্কা দি‌লে চালক আহত হয়। এ‌তে ঢাকাগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। এ সময় সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল। দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবহন‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। এতে সেতুর দুই পা‌শের মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) শ‌রিফুল ইসলাম ব‌লেন, সকা‌লের দি‌কে সেতুর ওপর দুর্ঘটনার ফ‌লে মহাসড়‌কের দুই পা‌শে যানজটের সৃ‌ষ্টি হয়। এছাড়া যানজ‌টের ফ‌লে মালবাহী ট্রাকচালকরা গা‌ড়ি বন্ধ ক‌রে ঘু‌মি‌য়ে প‌ড়ে। এ‌তেও যানজটের সৃ‌ষ্টি হয়। খবর পে‌য়ে সেতুর ওপর দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত লাশবাহী গা‌ড়ি‌টি স‌রি‌য়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ত‌বে মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির