ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যেসব দাবি নিয়ে আজ মাঠে নামছে জামায়াতসহ সাত দল যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা জনগণের আস্থা ফেরাতে চান তারেক রহমান আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি ঢাকা রেলওয়ে বিভাগে নিরাপত্তা সংকট ডেমু ট্রেন ক্রয়ে ক্ষতি ৬০০ কোটি টাকা, আসামি রেলওয়ের সাবেক ডিজিসহ ৭ জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরামর্শ চ্যালেঞ্জের মুখে নেপালের অন্তর্বর্তী সরকার, সুশীলা কার্কির সামনে কঠিন পথ ঢাকায় দুপুরে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বহুল প্রতীক্ষার অবসান: সরাইপাড়া ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন, আনন্দ র‍্যালী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  8:54 PM

news image

চট্টগ্রামে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি। আব্দুল খালেক নান্টুকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন জুয়েল মির্জাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত বুধবার নগরীর পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল এবং সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নবগঠিত এই কমিটির সাংগঠনিক আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ দেড় যুগ ধরে নিপীড়িত নেতাকর্মীদের মূল্যায়ন এই কমিটি ঘোষণায় প্রতিফলিত হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

প্রথমবারের মতো কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শনিবার (১৩ই সেপ্টেম্বর) মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানাতে আনন্দ মিছিলে মেতে ওঠে সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা। আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল বশর।

আয়োজনে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল খালেক নান্টু, সদস্য সচিব আব্দুল আল মামুন জুয়েল মির্জা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, আল-আমীন বাবু, ফারুক খান, মোহাম্মদ ইয়াকুব, সদস্য আনিসুল ইসলাম সজিব, মোহাম্মদ রিদয়, রেজাউল করিম রুবেল, আবির ইমন, ইমরান হোসেন এবং অন্যান্য সদস্যসহ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির