ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান ইলিশের চাপ রুই-কাতলার বাজারে, গরু-মুরগিতেও নেই স্বস্তি ‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল

বাংলাদেশিদের জন্য সুখবর দিল মালদ্বীপ

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  12:14 PM

news image

মালদ্বীপে বৈধ কাগজপত্রবিহীনভাবে অর্থাৎ অবৈধভাবে বসবাস করছেন এমন বাংলাদেশিদের জন্য বৈধকরণ প্রক্রিয়া চালু করেছে দেশটির সরকার। এ সুযোগ গ্রহণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এ বিষয়ে গতকাল শুক্রবার (১ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু আছে। যাদের বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট নেই, তাদের দ্রুত ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে বৈধভাবে কাজ করতে অনুরোধ করা হচ্ছে।

বৈধকরণ প্রক্রিয়ার জন্য প্রবাসীদের ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করার পরামর্শও দেয়া হয়। এছাড়া কোনো তথ্য প্রয়োজন হলে অফিস সময়ে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের ফোন নম্বর (১৫০০) বা ই-মেইল (xpat@1500help.mv) কিংবা বাংলাদেশ হাইকমিশনের ফোন (৩৩২০৮৫৯) অথবা ভাইবারে (৭৬১৬৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

বৈধ-অবৈধ মিলিয়ে ৮০ হাজারের মতো প্রবাসী কর্মী দেশটিতে রয়েছে বলে গত বছরের ফেব্রুয়ারিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ওই বৈঠকে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দেয় মালদ্বীপ। প্রধানমন্ত্রীর সফরকালে তিনটি চুক্তিতে সই করে বাংলাদেশ ও মালদ্বীপ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির