ঢাকা ০৩ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগী ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ ‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’

বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়ন এর ২০২৩ সালে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৩,  3:39 PM

news image

১৫ জানুয়ারী ২০২৩ বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়ন এর ২০২৩ সালে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনোয়ার হোসেন সিকদার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এস এম এ সবুর, বিলস এর পরিচালক কহিনুর মাহমুদ, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোসাদ্দেক হোসেন, জাতীয় মৎস্যজীবি সমিতির মহাসচিব রফিকুল ইসলাম, ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান (মেম্বার), বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি সভাপতি ইসরাইল পন্ডিত, ট্রলার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি নুরুল ইসলাম (মেম্বার)।

বক্তারা বলেন, সামুদ্রিক জলচ্ছাস, ঘুর্ণিঝড় এ ডুবে যাওয়া ট্রলার শ্রমিকের মৃত্যুজনিত কারনে কোন ক্ষতিপূরন পান না। আহত ট্রলার শ্রমিকরা কোন চিকিৎসা খরচ পান না, দুঃখের বিষয় কোন কোন ট্রলারের যেমন রেজিস্ট্রেশন নেই, অপর দিকে বেশিরভাগ ট্রলারের শ্রমিকদের কোন ঠিকানাও মালিকরা সংরক্ষন রাখেন না। তাই নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের প্রায় অসম্ভব হয়। 

সাগর ও নদীতে সীমানা দৃশ্যমান না থাকায় বাংলাদেশী জেলেরা ভূলে ভারতের জলসীমা গেলে ভারতীয় কোষ্টার গার্ড বাংলাদেশী জেলেদের গ্রেফতার করেন, জেলেদের ছাড়িয়ে আনতে প্রশাসনিক দীর্ঘসূত্রতায় জেলেরা কয়েক মাস কারাগারে থাকে। পাশাপাশি ভারতীয় জেলেরা বাংলাদেশের কারাগারে থাকে কয়েক সপ্তাহ।    
বক্তারা সমুদ্রে মৎস্য শিকারি ট্রলার শ্রমিকদের নিরাপত্তায় গ্রুপ বীমা, ট্রলারের রেজিষ্ট্রেশন মৃত্যু ও আহতদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা খরচ প্রদানের দাবী জানান। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির