ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে

বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করল ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২২,  12:04 AM

news image

সেই ২০১৬ সালে সবশেষ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড। ৭ বছর পর আগামী মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে তারা। আজ মঙ্গলবার এক বিবৃতিতে সফরের সূচি প্রকাশ করেছে ইংলিশরা।

২০১৬ সালের সফরে দুটো টেস্ট আর তিনটি ওয়ানডে খেলেছিল ইংল্যান্ড। টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজটা বাংলাদেশ হেরেছিল ২-১ ব্যবধানে। আগামী মার্চের সফরে ইংল্যান্ড অবশ্য কোনো টেস্ট খেলবে না। সেই সফরে থাকবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। 

দ্বিপাক্ষিক এই সিরিজ দুটো ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অনুমিতভাবেই সেই দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এর এক দিন পর ৩ মার্চ হবে দ্বিতীয় ম্যাচ। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সেই চট্টগ্রামেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে, প্রথম ম্যাচটি হবে ৯ মার্চ। এরপর সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি আবার মাঠে গড়াবে ঢাকায়। ১২ ও ১৪ মার্চ হবে সেই দুই ম্যাচ।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়ানডে সিরিজ শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি। তবে সেই দুই ম্যাচ কবে হবে, ইংলিশরা বাংলাদেশে আসবেই বা কখন, তা অবশ্য জানায়নি ইংলিশ বোর্ড। 

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে, ১ মার্চ, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে, ৩ মার্চ, মিরপুর
তৃতীয় ওয়ানডে, ৬ মার্চ, চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি, ৯ মার্চ, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি, ১২ মার্চ, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি, ১৪ মার্চ, মিরপুর

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির