ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৫,  2:04 PM

news image

রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র।

শনিবার (২২ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, শুক্রবার আসামিদেরকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ জেলার লাউতারা গ্রামের মফিদুল ইসলাম ওরফে মুহিত, শরিয়তপুরের রামকৃষ্ণপুর গ্রামের সবুজ এবং ঢাকার সাভার থানার টান গেন্ডা গ্রামের শরীফুজ্জামান শরীফ। তারা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য।

তাদের কাছ থেকে ৩টি লুণ্ঠিত মোবাইল ফোন, ১টি ছুরি, নগদ ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয় বলে জানান পুলিশ সুপার।প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গত ১৮ ফেব্রুয়ারি রাত ১টা ৪৫ মিনিট থেকে আনুমানিক ৪টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে একটি ডাকাতি সংঘটিত হয়। এসংক্রান্তে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি ডাকাতিসহ শ্লীলতাহানির মামলা রুজু হয়। মামলাটির তদন্তে টাঙ্গাইল মির্জাপুর থানা পুলিশের একাধিক অভিযানিক দল তদন্তে নামে।

গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলার ডিবি পুলিশ মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত তিনজন ডাকাতকে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে গতকাল বিকেল সাড়ে ৫টায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া অব্যাহত আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পুলিশ সুপার।

প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির