ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন

বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণ

#

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর, ২০২২,  12:07 PM

news image

দুই ম্যাচ শেষ হতেই ‘গ্রুপ ওয়ান’ এখন মৃত্যুকূপ। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা—এমনকি আয়ারল্যান্ডের সামনেও সমান সুযোগ আছে সেমিফাইনালে খেলার। সামান্য ভুলে পা হড়কালে অপমৃত্যু হবে স্বপ্নের। এমনই বাঁচা-মরার ম্যাচে আজ মেলবোর্নে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। ইংল্যান্ডের জন্য টিকে থাকার লড়াইটা বেশি কঠিন, তবে মঞ্চ অচেনা নয় জস বাটলারদের। এর আগে ২০১০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চাপে পড়লেও সেই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চাপ ছিল আরো বেশি। এউইন মরগানের দল হারে পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার কাছে। ব্যর্থতা ভুলে শেষ পর্যন্ত শিরোপার হাসিতে শেষ করে বিশ্বকাপ।

আয়ারল্যান্ডের কাছে হারের ৪৮ ঘণ্টা না যেতে অস্ট্রেলিয়ার মতো প্রবল প্রতিদ্বন্দ্বীর সামনে পড়েও তাই আত্মবিশ্বাসী ইংল্যান্ডের কোচ ম্যাথু মট, ‘আমরা স্বাগতিক আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে খেলছি। তবু খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য কোচিং স্টাফদের তেমন কিছু করতে হচ্ছে না, কারণ ওরা জানে নিজেদের দায়িত্বটা। ’

ইংল্যান্ডের মতো শুরুতে হারের ধাক্কা সামলে ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের গৌরব আছে অস্ট্রেলিয়ারও। সেবার শিরোপার জন্য জিততে হতো টানা সাত ম্যাচ। অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, মাইকেল বেভান, গ্লেন ম্যাকগ্রারা জয় করেন কঠিন সেই চ্যালেঞ্জ। শিরোপার পথে শুধু সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাই হলেও সুপার সিক্সে শ্রেয়তর রান রেটে ফাইনালে যায় অস্ট্রেলিয়া। 

এবার অ্যারন ফিঞ্চের দলের সামনে ২৩ বছর আগের চিত্রনাট্য। এ জন্য একাদশে তেমন পরিবর্তনের দরকার দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘অসাধারণ মিডলঅর্ডার নিয়ে আমাদের ব্যাটিংটা ভীষণ আক্রমণাত্মক। ম্যাক্সওয়েল, স্টয়নিস, ডেভিডের পর সাতে নামে ওয়েড। খুব বেশি পরিবর্তনের দরকার দেখছি না আমি। পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই আমরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির