ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৫,  1:24 PM

news image

বৃষ্টির ঝমঝম শব্দে যদিও ঢাকার বাসিন্দাদের ঘুম ভাঙল, তবে রাজধানীর বাতাসে আজও নেই স্বস্তি। রয়েছে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বে বায়ুদূষণের তালিকার শীর্ষ ২য় স্থানে রয়েছে শহরটি। সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৪৪।

বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা যায়।

একিউআই সূচক অনুযায়ী, আজ ১৪৫ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। তৃতীয় থেকে পঞ্চম স্থানে যথাক্রমে ১৩২ স্কোর নিয়ে ভারতের দিল্লি, ১৩০ স্কোর নিয়ে উজবেকিস্তানের তাসকেন্ড এবং উগান্ডার কাম্পালা ১২৭ স্কোর।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির