ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেটের বিচার শুরু শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন মোদি, বৈঠক করবেন ট্রাম্পের সঙ্গে জিপি হাউজের গেটে অবস্থান নিয়ে চাকরিচ্যুতদের বিক্ষোভ টানা তৃতীয় দিন বায়ুদূষণের শীর্ষে ঢাকা তালিকা থেকে বাদ যাবে সাড়ে ১০ লাখ ভোটার ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ ষষ্ঠ দিনে গড়িয়েছে তিতুমীর শিক্ষার্থীদের অনশন, জড়ো হচ্ছেন ছাত্ররা যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার আইনজীবী সাইফুল হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় গ্রেপ্তার পুলিশের মুখোমুখি রাজশাহী মালিক, তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস

ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  3:50 PM

news image

‘এনবিআর সদস্য কায়কোবাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ’ নামে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হলেও সেই অভিযোগ সম্পর্কে অজ্ঞাত দুদক।

একই সঙ্গে দুদকে অভিযোগ নয়; একটি উড়োচিঠিকে ঘিরে দুদকের নামে ভুল সংবাদ প্রকাশ করায় তীব্র প্রতিবাদ জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।

তিনি বলেন, তথ্যের উৎস ও বিশুদ্ধতা যাচাই না করে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। যা অত্যান্ত সম্মানহানীকর। ঘটনায় ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার শেষের পাতায় ‘প্রকাশিত সংবাদের ব্যাপারে কায়কোবাদের বক্তব্য’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটির কর্তৃপক্ষ।

এমন সংবাদ প্রকাশে একাধিক পাঠেকের একজন মন্তব্য করেছেন ‘এমন উদ্দেশ্য প্রণোদিত হয়ে যারা নিউজ করিয়েছে তাদের আগে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এনবিআর এর শাস্তির ব্যবস্থা করা উচিৎ। আর ‘মানবজমিন’ এর কাছ থেকে ভিত্তিহীন নিউজ পাঠক আশা করে না।’

আরেক পাঠক লিখেছেন ‘যারা অভিযোগটি করেছে এখন তাদের উচিত অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করা। যদি তারা সেটা করতে না পারে, তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।‌’

প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, বিপুল পরিমাণ সম্পদের মালিক উল্লেখ করা হয়েছে। অথচ আমার পরিবারের ২০ বিঘা জমিও নেই। ভুল তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির