মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নারী হ্যান্ডবল লিগ
স্পোর্টস ডেস্ক
২০ জুন, ২০২৩, 11:56 AM
স্পোর্টস ডেস্ক
২০ জুন, ২০২৩, 11:56 AM
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নারী হ্যান্ডবল লিগ
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (কিউট) পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (২০ জুন) থেকে শুরু হচ্ছে ‘কিউট নারী হ্যান্ডবল লিগ-২০২৩’। এবারের লিগে অংশ নিচ্ছে আটটি ক্লাব।
লিগে অংশ নিতে যাওয়া দলগুলো হচ্ছে, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিকারুননিসা নুন স্পোর্টস ক্লাব, জামালপুর স্পোর্টস একাডেমী, আর.এন. স্পোর্টস হোম এবং গফুর বেলুচ স্মৃতি সংসদ।
টুর্নামেন্ট উপলক্ষে রোববার (১৮ জুন) পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল, লিগ কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও লিগ কামিটির সম্পাদক মো: মকবুল হোসেন।