ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে কমছে তিস্তার পানি, স্বস্তি নদীপাড়ে নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’ নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না : সালাহউদ্দিন আহমেদ হঠাৎ ফায়ার এলার্ম, কিছু সময় স্থগিত ছিল ঐকমত্য কমিশনের আলোচনা মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদে থাকতে হবে

মতিঝিল থেকে ৯ মিনিটে ফার্মগেট, ২০ মিনিটে মিরপুর-১০

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৩,  12:04 PM

news image

যাত্রীদের জন্য খুলে দেওয়ার পর আজ প্রথম বাণিজ্যিক ট্রিপে রাজধানীর মতিঝিলে গিয়েছে বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রোরেল। সকাল সাড়ে ৭টায় ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে ১০টি স্টেশন ধরে ৮টা ২ মিনিটে মতিঝিল স্টেশনে গিয়ে পৌঁছায়। এ যাত্রায় ট্রেনটির সময় লেগেছে মাত্র ৩২ মিনিট।

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রুতগতির মেট্রোট্রেন তাদের জীবন থেকে যাতায়াতের সময় অনেক কমিয়ে দিয়েছে। মতিঝিল থেকে ফার্মগেট যাতায়াতে সময় কমিয়েছে এক থেকে দেড় ঘণ্টা এবং মিরপুর-১০ গোলচত্বর যাতায়াতের সময় কমিয়েছে দেড় থেকে ২ ঘণ্টা।

মেট্রোরেলের যাত্রী আসাদ আবেদীন জয় বলেন, মিরপুর-১০ স্টেশন থেকে সকাল ১০টা ১ মিনিটে ট্রেন ছেড়ে ১০টা ১৯ মিনিটে সচিবালয় স্টেশনে থেমেছে। এতে মোট সময় লেগেছে মাত্র ১৮ মিনিট। আর ২০ মিনিটে পৌঁছানো যাবে মতিঝিল স্টেশনে।তিনি আরও বলেন, এর আগে মেট্রোরেলে উঠলেও প্রথমবারের মতো মেট্রোরেলে করে কর্মক্ষেত্রে আসা। আগে মিরপুর থেকে এখানে সাড়ে ১০টার মধ্যে আসার জন্য সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে ৮টার মধ্যে বাস ধরতে হতো। তারপর তো ২ ঘণ্টার বেদনাদায়ক বাস যাত্রা থাকতো। আর আজ আসলাম নিরবিচ্ছিন্নভাবে, মাত্র ১৮ মিনিটে।

নিশাত বিজয় নামের আরেক যাত্রী বলেন, ৯ মিনিটে কখনও মতিঝিল থেকে ফার্মগেট আসা যায় এটি কল্পনার বাইরে ছিল। আমি সকাল ৭টা ৪০ মিনিটে মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে উঠি। এর ঠিক ৯ মিনিটের সময় ৭টা ৪৯ মিনিটে আমি ফার্মগেট স্টেশনে নামি। মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় আসতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেল শুরুতে তিনটি স্টেশন দিয়ে আগারগাঁও-মতিঝিল সেকশন চালু করা হয়েছে। ধীরে ধীরে স্টেশনের সংখ্যা ও মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির