ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

রাজনীতিকদের সঙ্গে আজ বসছেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৪,  12:52 PM

news image

কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সরকারপ্রধানের কার্যালয় যমুনায় হবে এ বৈঠক। ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামীসহ যেসব দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছিল, তাদের এবার ডাকা হয়নি। আমন্ত্রণ পায়নি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দলটির শরিকরা। 

বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। টানা পাঁচ ঘণ্টা মতবিনিময় করা হবে বলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

তবে প্রায় সব ইস্যুতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সমর্থন দেওয়া জাতীয় পার্টি (জাপা) ডাক পেয়েছে। আবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাম গণতান্ত্রিক জোটও আমন্ত্রণ পায়নি। 

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাদের প্রতিনিধি দল বৈঠক করে প্রধান উপদেষ্টার সঙ্গে। দ্রুততম সময়ে নির্বাচনের দাবি তোলা বিএনপি জানিয়েছিল, পরবর্তী ভোটের রূপরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। এর পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন ড. ইউনূস।

গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পালিয়ে যান টানা তিনটি একতরফা ও জালিয়াতিপূর্ণ নির্বাচনে জয়ী শেখ হাসিনা। বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও সংবাদমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন আয়োজন করতে চায়। বিএনপি সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও কবে, কীভাবে নির্বাচন হবে দ্রুত এ-সংক্রান্ত রূপরেখা চাচ্ছে। অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেওয়া আরেক দল জামায়াত নির্বাচন নিয়ে তাড়াহুড়া দেখাচ্ছে না।

২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথা জানিয়েছিলেন। কবে নির্বাচন হবে, তা রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিলেন। 

অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানিয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রকাঠামো এবং রাজনৈতিক সংস্কৃতির সংস্কারের দায়িত্ব তৈরি হয়েছে। তা পূরণে কিছুটা সময় লাগবে। কিন্তু বিএনপি দীর্ঘ সময় দিতে নারাজ। এ পরিস্থিতিতে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তাদের মনোভাব জানতে চাচ্ছে সরকার।

শেখ হাসিনার পলায়নের পর ৫ আগস্ট বঙ্গভবনে ডাক পেয়েছিল জাপা। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী সময়ে জাপাকে আর অন্তর্বর্তী সরকারের পাশে দেখা যায়নি। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদেরও ডাকা হয়েছে। কী নিয়ে আলোচনা হবে, তা জানানো হয়নি। সংবাদপত্রের খবর দেখে যতটা বুঝতে পারছেন, সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা হবে।

জাতীয় পার্টি কী বলবে মতবিনিময়ে– প্রশ্নে চুন্নু বলেছেন, আজ দলীয় ফোরামে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। জাতীয় পার্টি সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে।

চরমোনাইর পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলকে বিকেল সাড়ে ৩টায় এবং মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিশকে ডাকা হয়েছে বিকেল ৫টায়। একই সময় খেলাফতের অপর অংশ জমিয়তে উলামায়ে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক দলকে ডাকা হয়েছে। ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোটকে ডাকা হয়েছে বিকেল সাড়ে ৫টায়। ১২ দলীয় জোটকে ডাকা হয়েছে সন্ধ্যা ৬টায়। 

এ জোটের শরিক দল জাপার (জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেছেন, আলোচনার বিষয়বস্তু তাদের জানানো হয়নি। 

কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এবং ড. কামাল হোসেনের গণফোরামও আমন্ত্রণ পেয়েছে। বাংলাদেশ জাসদকে ডাকা হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়। 

দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, তারা সংবিধান সংস্কার এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আহ্বান জানাবেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির