ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
৩ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ দাবি বাইডেনের আহসান উল্লাহ মাস্টার হত্যা : দ্রুত আপিল শুনানির আবেদন টিউলিপকে এবার দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি দুর্নীতিবিরোধী জোটের কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের অনশনে ক্যাডেট এসআইরা সচিবালয়ের ৬২৪ সিসি ক্যামেরার ৪৯৪টি পুরোপুরি অচল, ৯৫টি অর্ধ-বিকল! জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিলের রায় বুধবার অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

লঙ্কান লিগে খেলা হচ্ছে না তাসকিনের

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই, ২০২৩,  11:44 AM

news image

দুই দিন আগে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলার মাঝেই তিনি এই সুখবর পেয়েছিলেন। শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে তিনি ডাম্বুলা অরা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার ডাক পান। তবে লঙ্কান লিগটিতে খেলা হচ্ছে না টাইগার এই স্পিড-স্টারের। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায় টি-টেন টুর্নামেন্ট শেষ করে বিশ্রামে থাকুক তাসকিন। সেই চিন্তা করেই এই পেসারকে বিসিবি ছাড়পত্র দিচ্ছে না। জানা গেছে, পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন তাসকিন। কিন্তু সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। ফলে আরও একটি লিগে খেলা হচ্ছে না তাসকিনের।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএলের এবারের আসর। শুরুর সময়টাতে বাংলাদেশ দলের খেলা না থাকলেও, এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প চলবে। জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তবে ফ্র্যাঞ্চাইজি আসরটির জন্য ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়রা। তবে সেখানে খেলার ডাক পেলেও আরেক পেসার শরীফুল ইসলাম ছাড়পত্রের জন্য আবেদন করেননি। 

এর আগের বছরই প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডাক পেয়েছিলেন তাসকিন। পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলেও ডাক পান তিনি। তবে জাতীয় দলের সূচি থাকায় এসব লিগে নাম লেখাননি তিনি। মুলতান সুলতান এবং লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ছিল তার। তবে জাতীয় দল ও নিজেকে চোটমুক্ত রাখতে তাসকিন সব টুর্নামেন্টকে না করে দিয়েছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির