সংবাদ শিরোনাম
লালমনিরহাটে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২২, 7:47 PM
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ, ২০২২, 7:47 PM
লালমনিরহাটে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার
সাহিদ বাদশা বাবু,লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জে পৃথক ঘটনায় দুই স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৯মার্চ) সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রাম(পাটওয়ারীটারী) ও মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী (গুটিরগোর) এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামে যৌতুকের টাকার জন্য স্বামী ও শ্বশুর,শাশুড়ীর নির্যাতনের শিকার হয়ে ফারিয়া বেগম (২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী সুজন মিয়া (৩০), শ্বশুর শাহাজাহান আলী, শ্বাশুরী আরেফা বেগম গৃহবধূ ফারিয়ার লাশ রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহত ফারিয়া উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার জাহেদ আলীর মেয়ে।ফারিয়ার পরিবারের সদস্যদের দাবি, যৌতুকের কারণেই তাদের মেয়েকে হত্যা করে তার শ্বশুর বাড়ির লোকজন।এদিকে উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী এলাকা থেকে রূপালী খাতুন (২৫) নামে এক নারীর অগ্নিদগ্ধ মরদেহ সুপারী বাগান থেকে উদ্ধার করেছেন পুলিশ। সে উত্তর মুশরত মদাতী ৬নং ওয়ার্ডের রফিকুল ইসলামের মেয়ে। নিহত ওই নারী তালাক প্রাপ্ত হয়ে বাবা বাড়িতেই বসবাস করতেন।
নিহত রুপাীর মা আঞ্জুআরা বলেন, রাতে মেয়েসহ নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। রুপালী কখন উঠে বাগানবাড়িতে গেছে এটা আমি বলতে পারি না। সকাল বেলা তাকে খুঁজতে গিয়ে দেখি সে বাগানে মৃত অবস্থায় পড়ে আছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল পৃথক দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনা স্থালে আছি। তবে বাড়ির অদূরে কিভাবে সুপারি বাগানে অগ্নিদগ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হলো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাট থেকে একটি টিম ঘটনাস্থালে এসে অগ্নিদগ্ধ ওই নারী মরদেহ উদ্ধার করবেন বলে তিনি জানান।
সম্পর্কিত