ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

লোহাগাড়ায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৩,  11:23 AM

news image

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ১টি এফজেড মডেলের মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
 
 ১ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা সঙ্গীয় এসআই নুরুননবী, এসআই শরিফুল ইসলাম, এএসআই মোঃ আলমগীর এবং ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 
 
আটককৃতরা হলেন উত্তর আমিরাবাদ মুহুরীপাড়ার কামাল উদ্দিনের পুত্র আসিফুল ইসলাম (২২), আমিরাবাদ রাজঘাটা হাজারবিঘার পাখি ড্রাইভারের ভিটার মোঃ সাহাব উদ্দিনের পুত্র মোঃ বেলাল উদ্দিন (২৪), আমিরাবাদ রাজঘাটাস্থ নোমান মিয়ার কলোনির ভাড়াটিয়া ও লোহাগাড়া সদর জোনাবির পাড়ার স্থায়ী বাসিন্দা মোঃ ইসমাইলের পুত্র মোঃ মিজান (২৪)। 
 

এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে ধৃত আসামীদরে দেয়া তথ্যমতে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের একটি এফজেড-৫ মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা (নং-৪) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির