শাকিব খানের বাড়িতে হামলা
বিনোদন ডেস্ক
১১ নভেম্বর, ২০২২, 12:15 PM
বিনোদন ডেস্ক
১১ নভেম্বর, ২০২২, 12:15 PM
শাকিব খানের বাড়িতে হামলা
ঢালিউডের সুপারস্টার শাকিব খানের পুবাইলের বাড়িতে হামলা হয়েছে। একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন, বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম।
তিনি বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ হানা দেয় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর পাঠায়।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, হামলার বিষয়ে বিস্তারিত কিছুই জানতে পারিনি। আমরা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। গুরুত্বের সঙ্গে দেখছি বিষয়টি।
প্রসঙ্গত, ওই বাড়িতে এসি, জেনারেটরসহ অনেক মূল্যবান আসবাব রয়েছে। বাড়িটি শ্যুটিংয়ের কাজেও ব্যবহার করা হয়।