সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রী কম
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৩, 11:55 AM

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৩, 11:55 AM

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রী কম
সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী কম।
মঙ্গলবার সকালে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সদরঘাট থেকে লঞ্চগুলো বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে। তবে অন্য দিনের মতো যাত্রীর চাপ নেই।
সদরঘাট লঞ্চ টার্মিনাল ট্রাফিক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন রুট থেকে সকাল ৯টা পর্যন্ত সদরঘাটে ৩৩টি লঞ্চে এসেছে। ঢাকা-চাঁদপুরসহ অন্য রুটে মাত্র ৬টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রী সংকটের কারণে ৪টি লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি।
সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, এখনও পর্যন্ত সদরঘাটে কোনো ঝামেলা হয়নি। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু যাত্রী কম।
সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি আবুল কালাম বলেন, এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটেনি।