ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ ‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’ পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু ২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

সিইসি পদে আলোচনায় মনসুরুল হক চৌধুরী ও আলী ইমাম মজুমদার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:25 AM

news image

বিতর্ক আর ব্যর্থতার বোঝা নিয়ে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে কাজ করছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ৬ সদস্য। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করলো সার্চ কমিটি।কারা আসতে পারেন নতুন কমিশনে, তা নিয়ে আলোচনা চলছে।

বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে কে আসছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সিইসি হিসেবে দু’টি নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। একজন হলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তিনি হাইকোর্টে অস্থায়ী বিচারপতির দায়িত্বও পালন করেছেন। অন্যজন হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। বিভিন্ন ইস্যুতে তিনি নাগরিক সমাজের হয়ে সরব ভূমিকা পালন করছেন।

এ দুজন ছাড়াও সম্ভাব্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আরো কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। তবে মনসুরুল হক চৌধুরী ও আলী ইমাম মজুমদার নামই শোনা যাচ্ছে।

সম্ভাব্য নির্বাচন কমিশনার (ইসি) হিসেবেও অনেকের নাম আলোচনায় রয়েছে। যাদের মধ্যে আছেন- বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা, সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, বিচারপতি নাজমুন আরা, সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল, শওকত আলী, সুলতানা কামাল, ড. বদিউল আলম মজুমদার, মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান, ড. জাফর আহমেদ খান,অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী, সাবেক সচিব মোস্তফা কামাল উদ্দীন, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

উল্লেখিতদের মধ্যে থেকে কয়েকজনের নাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবেও আলোচনায় আছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির