ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরে অর্থ বছরে সাড়ে ৩কোটি টাকার অষুধ ক্রয় করে যা বিগত ৩০ বছরেও হয়নি আকাশ থাকবে আংশিক মেঘলা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো আমরা একদলীয় দেশের বাসিন্দা, এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: মাস্ক গাজায় ক্যাফে, স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা, নিহত ৯৫ সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হতে পারে দুই দিনের অচলাবস্থার পর চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে

সিরিজ হারলেও হতাশ নন জ্যোতি

#

স্পোর্টস ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৩,  10:13 AM

news image

দক্ষিণ আফ্রিকায় দারুণ এক সফরই উপভোগ করেছে বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেটের শক্তিশালী দলের বিপক্ষে টাইগ্রেসদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতোই। প্রোটিয়াদের তাদের মাটিতেই টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে একটি ম্যাচ হারিয়েছে বাংলাদেশ নারী দল। দেশের ক্রিকেটের সাপেক্ষেই যা বেশ বড় এক অর্জন। 

টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতা হলেও ওয়ানডে সিরিজটায় অবশ্য ২-১ ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। দুই ফরম্যাটের সিরিজ শেষে গতকাল সোমবার রাতে ঢাকা পৌঁছায় তারা।

বিমানবন্দরে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অধিনায়ক জ্যোতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগ্রেস দলপতি বলেন, ‘অবশ্যই, দেখুন আমাদের জন্য বড় সুযোগ ছিল। তবুও দলের পারফর্মম্যান্সে আমি হতাশ নই। কারণ সাউথ আফ্রিকার মাটিতে তাদের আমরা প্রথমবারের মতো হারিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ধারাবাহিকভাবে দুইটা ম্যাচে দুইশর বেশি রান করেছি এটা কিন্তু দলের জন্য বড় অর্জন।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের বড় অর্জনের খাতায় যোগ হয়েছে ব্যাটারদের রান। ধারাবাহিকভাবে রান এসেছে টাইগ্রেসদের ব্যাটে। জ্যোতির কথাতেও উঠে এসেছে ব্যাটিং প্রসঙ্গ, ‘এটা সবসময় দেখতাম যে আমাদের ব্যাটিংটা নিয়ে প্রশ্ন উঠতো আমরা কেন রান করতে পারছি না কিংবা ব্যাটাররা কেন একটা ছন্দে আসছে না। আমার কাছে মনে ব্যাটারদের জন্য এই সফরে অন্তত অনেক কিছু অর্জনের ছিল।’

এদিকে বিমানবন্দরে জ্যোতিদের আগমনে খুব বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন না। তবে বেশি সাংবাদিক না থাকা নিয়ে কোনো আক্ষেপ নেই জ্যোতির, ‘আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা আমরা সেখানে মনোযোগ দিতে চাই। এখন মিডিয়া কতটুুকু কাভার করলো, কেন করলো না, কেন আসলো না সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। কারণ এটা আমাদের কাজ না। সুতরাং যেটা আমাদের কাজ সেটা নিয়ে আমরা ফোকাস করতে চাই।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির