ঢাকা ২২ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
সাগরে নিম্নচাপ, ১ নম্বর সতর্কসংকেত সংস্কারের উপসংহার থাকতে হবে, অনন্তকাল চললে প্রশ্ন উঠবেই: রিজভী ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজ গণজমায়েত আড়াই শতাধিক এসআইকে অব্যাহতি ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ফ্যাসিবাদের দোসর তকমায দুঃখজনক: জি এম কাদের জামায়াতের নিবন্ধন : আপিল বিভাগে আবেদন পুনরুজ্জীবিত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি

সিরিয়ায় আইএস-কুর্দি লড়াই, নিহত ১২০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২২,  12:00 PM

news image


সিরিয়ায় কুর্দি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাত বেসামরিক নাগরিক রয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত থেকে কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে এ সংঘর্ষ চলছে। দেশটির হাসাকাহ শহরে কুর্দি পরিচালিত গোরান কারাগারে শতাধিক আইএস সদস্যের বিদ্রোহের মধ্য দিয়ে এ সংঘর্ষের সূত্রপাত।

সিরিয়ান অবজারভেটরি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৭ আইএস সদস্য ও ৩৯ কুর্দি যোদ্ধা রয়েছেন। কারারক্ষীরাও রয়েছেন নিহত ব্যক্তিদের তালিকায়। কারাগারের ভেতর ও বাইরে চলা সংঘর্ষে তাঁদের প্রাণহানি ঘটে।

সংগঠনটি বলছে, আইএস গোরান কারাগারে তাদের বন্দী সদস্যদের মুক্ত করতে প্রথমে এ হামলা করে। তারা কারাগারের অস্ত্রাগারও দখল করেছিল। সংগঠন আরও জানায়, ওই সংঘর্ষের সময় অনেক আইএস বন্দী কারাগার থেকে পালিয়ে গেছে। এর মধ্যে শতাধিক বন্দীকে কুর্দি বাহিনী আটক করতে সক্ষম হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি জানায়, শনিবার রাতভর সেখানে প্রচণ্ড সংঘর্ষ চলে। কুর্দি বাহিনী কারাগারের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও আশপাশের এলাকায় থাকা আইএস সদস্যদের নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

আইএসের মুখপত্র হিসেবে পরিচিত সংবাদমাধ্যম আমাক জানায়, আইএস সদস্যরা কারাগারের এক অস্ত্রাগার দখলের পর দুটি আত্মঘাতী বোমা হামলার মধ্য দিয়ে ওই অভিযান শুরু করে। এ অভিযানে তারা তাদের কয়েক শ’ সদস্যকে কারাগার থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির