ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
বিশ্বব্যাপী প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি : ড. খলিলুর রহমান ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ নিউইয়র্কের হৃদয় জিতে বিদায় নিলেন দিদারুল বেইজিংয়ে ভয়াবহ বন্যা, এক বৃদ্ধাশ্রমেই মারা গেলেন ৩১ জন বয়স্ক মানুষ ‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’ পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু ২৪' জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন সাদিক কায়েম সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে : নাহিদ জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

সুনির্দিষ্ট তথ্যেই মকবুলকে গ্রেফতার করা হয়েছে : পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  11:25 AM

news image

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান। গতকাল শুক্রবার রাতে নিউমার্কেট থানায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তার (মকবুল) কী পরিচয় কিংবা রাজনৈতিক পরিচয় কী আছে, সেসব বিষয় আমরা বিবেচনা করিনি। নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি তিনি। এ মামলায় আরো যারা এজাহারভুক্ত আছে, তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে মকবুল হোসেন নিউমার্কেট থানা হেফাজতে রয়েছেন। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখিয়ে নিউমার্কেট থানায় হস্তান্তর করে ডিবি।

উল্লেখ, গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। পরে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুরো নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সোমবার রাতে সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে মঙ্গলবার রাত পর্যন্ত চলে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির