৪-৫ ফেব্রুয়ারি বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি, ২০২২, 11:48 AM

নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি, ২০২২, 11:48 AM

৪-৫ ফেব্রুয়ারি বৃষ্টির আভাস
শীতের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে। আগামী ৪ থেকে ৫ ফেব্রুয়ারির (শুক্র-শনিবার) মধ্যে বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির পর আবারও দেশব্যাপী শীত বাড়তে শুরু করবে। এ সময় রংপুর ও রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তবে আগামী দুই সপ্তাহ পর বিদায় নিতে পারে শীত।
বুধবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান।
তিনি বলেন, রংপুরের কিছু কিছু জায়গায় এখনও শৈত্যপ্রবাহ আছে এবং গতকালের তুলনায় আজ (বুধবার) স্থানভেদে ১ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান রয়েছে।