ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে কমছে তিস্তার পানি, স্বস্তি নদীপাড়ে নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’ নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না : সালাহউদ্দিন আহমেদ হঠাৎ ফায়ার এলার্ম, কিছু সময় স্থগিত ছিল ঐকমত্য কমিশনের আলোচনা মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদে থাকতে হবে

৬০ থেকে ৮০ টাকার ঘরে সব সবজি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৫,  12:17 PM

news image

গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম অতিরিক্ত বাড়তি যাচ্ছিল। বেশ কিছু সবজির মৌসুম শেষ, সরবরাহ কম, বৃষ্টি এমন সব অজুহাতে রাজধানীর সব খুচরা বাজারে সবজির দাম বাড়তি। তবে ৮০ থেকে ১০০ ঘরে থাকা সবজিগুলোর দাম কিছুটা কমে এখন ৬০ থেকে ৮০ টাকার ঘরে নেমেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি গাঁজর বিক্রি হচ্ছে গাজর ৮০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৭০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ৮০ টাক, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, পেঁপে প্রতি কেজি ৪৯, কচু প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মগবাজার বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী হায়দার আলী। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম অতিরিক্ত। বাজারে বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কি কারণে হঠাৎ সবজির দাম এমন বাড়তি, সেটা সমাধানে বাজার মনিটরিং এর কোনো উদ্যোগ কখনো দেখি না। বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে। 

সবজি দাম বিষয় মহাখালীর সবজি বিক্রেতা চাঁদ মিয়া বলেন, সবজির দাম বাড়তে থাকার মূল কারণ হচ্ছে বেশিরভাগ সবজির এখন মৌসুম শেষ হয়েছে। এছাড়া প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম এ কারণেই গেল কয়েক সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি যাচ্ছে। কিছুদিন আগেও সব সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। 

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, বৃষ্টির কারণে বাজারের সবজির সরবরাহ কিছুটা কম। যে কারণে সবজির দাম বাড়তি। আসলে পাইকারি বাজারে তুলনামূলক কম দাম থাকলেও এখান থেকে যারা নিয়ে গিয়ে রাজধানীর বিভিন্ন ছোট খুচরা বাজারে বিক্রি করে তারা আরও বেশি দাম বাড়িয়ে দেয়। তবে কিছুদিনের বৃষ্টি, সবজির মৌসুম অনেকগুলো শেষ হওয়ার কারণে সবজির দাম বাড়তি যাচ্ছে। নতুন কোনো সবজি উঠলে, সরবরাহ বাড়লে আবারো সবজির দাম কমে আসবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির