ঢাকা ১১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন ইরানের বিক্ষুব্ধ জনতাকে নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলভি রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প ১০ জেলায় শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস ঘরের মধ্যে পড়ে গেছেন মাহাথির মোহাম্মদ, নেওয়া হলো হাসপাতালে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

আরো ভালোবাসা দিয়ে যেতে চাই

#

ডেস্ক রিপোর্ট

১০ মার্চ, ২০২৩,  7:43 PM

news image

আরো ভালোবাসা দিয়ে যেতে চাই

বিথী চৌধুরী


কস্ট পাচ্ছো?হুম,কেন !

কস্ট আমার কথা শুনে না-

শুধু আমায় কস্ট দেয়, 

তাই আমি কস্ট পাচ্ছি!


ভালোবাসো ? হুম,কেন !

মানুষের মানবতা ও মমতা

আমাকে মুগ্ধ করেছে,

আমার মানুষকে ভালো লাগে তাই-

আমি মানুষ কে ভালোবাসি !


দুঃখ পাও? হুম, কেন !

দুঃখ আমায় অকারণে

শুধু দুঃখ দেয়,

দুঃখ আমার দুঃখ বুঝেনা,তাই-

আমি শুধু দুঃখ পাই !


সুখ ভালোবাসো?হুম,কেন !

সুখী হওয়ার উপায় যখন-

তৈরি হয়,তখন -

নিজেকে সুখী মনে হয় !তাই-

আমি নিজেকে সুখী ভাবী !


শান্তি ভালোবাসো?হুম,কেন!

যখন সব চিন্তা দূর হয়ে যায়-

পরম শান্তি অনুভব করি -

নিশ্চিন্তে,নীদ্রা যাপণ করি,

তখন আমি শান্তি পাই,তাই- 

আমি শান্তি ভালোবাসি !


তুমি আর কি চাও? 

বিধাতার কাছে আশির্বাদ ও 

আমার পরম আয়ু চাই,কেন !

এই সুন্দর পৃথিবীর অনেক কিছুই দেখার বাকী আছে, অনেক কিছুই বলার,লিখার ও শিখার বাকী আছে তাই-

বিধাতার কাছে আরও কিছু

আয়ু চাই !


এই সুন্দর পৃথিবীকে ভালোবেসে, আরো ভালোবাসা

দিয়ে যেতে চাই!

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির