ঢাকা ২১ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের জানাজা দুপুরে জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ বিশপের সাভারে চলন্তবাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪ ভোরের আগুনে পুড়লো বনানী বস্তির ঘর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা সরাসরি পাকিস্তান থেকে ফের চট্টগ্রাম বন্দরে আসছে জাহাজ ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না : অর্থ উপদেষ্টা

আরো ভালোবাসা দিয়ে যেতে চাই

#

ডেস্ক রিপোর্ট

১০ মার্চ, ২০২৩,  7:43 PM

news image

আরো ভালোবাসা দিয়ে যেতে চাই

বিথী চৌধুরী


কস্ট পাচ্ছো?হুম,কেন !

কস্ট আমার কথা শুনে না-

শুধু আমায় কস্ট দেয়, 

তাই আমি কস্ট পাচ্ছি!


ভালোবাসো ? হুম,কেন !

মানুষের মানবতা ও মমতা

আমাকে মুগ্ধ করেছে,

আমার মানুষকে ভালো লাগে তাই-

আমি মানুষ কে ভালোবাসি !


দুঃখ পাও? হুম, কেন !

দুঃখ আমায় অকারণে

শুধু দুঃখ দেয়,

দুঃখ আমার দুঃখ বুঝেনা,তাই-

আমি শুধু দুঃখ পাই !


সুখ ভালোবাসো?হুম,কেন !

সুখী হওয়ার উপায় যখন-

তৈরি হয়,তখন -

নিজেকে সুখী মনে হয় !তাই-

আমি নিজেকে সুখী ভাবী !


শান্তি ভালোবাসো?হুম,কেন!

যখন সব চিন্তা দূর হয়ে যায়-

পরম শান্তি অনুভব করি -

নিশ্চিন্তে,নীদ্রা যাপণ করি,

তখন আমি শান্তি পাই,তাই- 

আমি শান্তি ভালোবাসি !


তুমি আর কি চাও? 

বিধাতার কাছে আশির্বাদ ও 

আমার পরম আয়ু চাই,কেন !

এই সুন্দর পৃথিবীর অনেক কিছুই দেখার বাকী আছে, অনেক কিছুই বলার,লিখার ও শিখার বাকী আছে তাই-

বিধাতার কাছে আরও কিছু

আয়ু চাই !


এই সুন্দর পৃথিবীকে ভালোবেসে, আরো ভালোবাসা

দিয়ে যেতে চাই!

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির