আরো ভালোবাসা দিয়ে যেতে চাই
ডেস্ক রিপোর্ট
১০ মার্চ, ২০২৩, 7:43 PM
ডেস্ক রিপোর্ট
১০ মার্চ, ২০২৩, 7:43 PM
আরো ভালোবাসা দিয়ে যেতে চাই
আরো ভালোবাসা দিয়ে যেতে চাই
বিথী চৌধুরী
কস্ট পাচ্ছো?হুম,কেন !
কস্ট আমার কথা শুনে না-
শুধু আমায় কস্ট দেয়,
তাই আমি কস্ট পাচ্ছি!
ভালোবাসো ? হুম,কেন !
মানুষের মানবতা ও মমতা
আমাকে মুগ্ধ করেছে,
আমার মানুষকে ভালো লাগে তাই-
আমি মানুষ কে ভালোবাসি !
দুঃখ পাও? হুম, কেন !
দুঃখ আমায় অকারণে
শুধু দুঃখ দেয়,
দুঃখ আমার দুঃখ বুঝেনা,তাই-
আমি শুধু দুঃখ পাই !
সুখ ভালোবাসো?হুম,কেন !
সুখী হওয়ার উপায় যখন-
তৈরি হয়,তখন -
নিজেকে সুখী মনে হয় !তাই-
আমি নিজেকে সুখী ভাবী !
শান্তি ভালোবাসো?হুম,কেন!
যখন সব চিন্তা দূর হয়ে যায়-
পরম শান্তি অনুভব করি -
নিশ্চিন্তে,নীদ্রা যাপণ করি,
তখন আমি শান্তি পাই,তাই-
আমি শান্তি ভালোবাসি !
তুমি আর কি চাও?
বিধাতার কাছে আশির্বাদ ও
আমার পরম আয়ু চাই,কেন !
এই সুন্দর পৃথিবীর অনেক কিছুই দেখার বাকী আছে, অনেক কিছুই বলার,লিখার ও শিখার বাকী আছে তাই-
বিধাতার কাছে আরও কিছু
আয়ু চাই !
এই সুন্দর পৃথিবীকে ভালোবেসে, আরো ভালোবাসা
দিয়ে যেতে চাই!