ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন টিউলিপের পদত্যাগে ‘ব্যথিত’ ব্রিটিশ প্রধানমন্ত্রী, যা বললেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড ৩ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ দাবি বাইডেনের আহসান উল্লাহ মাস্টার হত্যা : দ্রুত আপিল শুনানির আবেদন

এবার বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৩,  12:46 PM

news image

নানা ঘটনা আর আলোচনার মধ্য দিয়ে শেষ হলো ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। আজ (মঙ্গলবার) শেষ হলো অগ্রিম টিকিট বিক্রি। এদিন ২১ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। আর ১৫ এপ্রিল থেকে ঈদের ছুটি শেষে ফেরার টিকেট বিক্রি শুরু হবে। এদিকে ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ ঠেকাতে কমলাপুরে স্টেশনে বাঁশের বেড়া দিয়ে লাইন তৈরি করা হয়েছে। 

মঙ্গলবার (১১ এপ্রিল) কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, এবারের রেলওয়ের নতুন সংযোজন, ‘বিনা টিকিটে যাত্রী নয়’- এই সিদ্ধান্ত বাস্তবায়নে স্টেশন ঘিরে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে।

রেল কর্তৃপক্ষ বলছে, প্রতি বছরই ঈদযাত্রার ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী টিকিট ছাড়া ট্রেনে উঠেন। কামরার ভেতরে গাদাগাদি দাঁড়িয়ে যান বিনা টিকিটের যাত্রীরা। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ও কেবিনেও ওঠে পড়েন তারা। ছাদে, ইঞ্জিনের সামনে, দরজায় দাঁড়িয়ে ভ্রমণ করেন বাদুর ঝোলা হয়ে। রেলের কর্মীরাও টাকা নিয়ে বিনা টিকিটের যাত্রী তোলেন। এতে টিকিটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, টিকিটের যাত্রীদের স্বচ্ছন্দে ভ্রমণের জন্য এ বছর বিনা টিকিটে ট্রেনের ভ্রমণ ঠেকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধুমাত্র টিকিটের যাত্রীরাই ট্রেনে যেতে পারবেন। টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের মাসুদ সারওয়ার বলেন, অনলাইনে টিকিটি বিক্রি শেষ। এখন যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তার গন্তব্য পৌঁছাতে পারেন সেজন্য কিছু উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে কমলাপুরের সারিবদ্ধভাবে সবাই ঢুকতে পারে সেজন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে। সেখানে টিকিট চেকিং ছাড়াও সার্বিক শৃঙ্খলার জন্য এই বেড়া দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আগের বছরগুলোতে বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর স্টেশনে ট্রেন আটকে বিনা টিকিটের যাত্রী উঠার নজির রয়েছে। এবার তা ঠেকাতে মঙ্গলবার ঢাকার কমলাপুর স্টেশনের চত্বরের বাইরে বাঁশের বেড়া দিয়ে প্রবেশপথ তৈরি করা হয়েছে। এর মধ্যে লাইন করে ঢুকতে হবে যাত্রীদের। প্রবেশের আগে দেখাতে হবে টিকিট। বিমানবন্দর স্টেশনেও ফাঁক-ফোকর বন্ধ করেছে রেল।

এদিকে মঙ্গলবার বিক্রি হয় ২১ এপ্রিলের ট্রেনের টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ এপ্রিল ঈদ। তাই আগের দিনের টিকিটই ঈদযাত্রার শেষ ট্রেনের টিকিট। এ কারণে আগের চার দিনের তুলনায় টিকিটের জন্য চাপ ছিল সবচেয়ে বেশি।

জানা গেছে, ঈদের অগ্রিম রেলের টিকিট বিক্রির শেষ দিনে সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত রেলের সার্ভারে ২৬ হাজার ৪৪৬টি টিকিটের জন্য আড়াই কোটি হিট হয়েছে। অনলাইনে টিকিট না পেয়ে কেউ কেউ ছুটে এসেছেন কমলাপুরে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ এপ্রিল ১৮ হাজার ৫০০, ৮ এপ্রিল ২৫ হাজার ২০০ এবং ৯ এপ্রিল ২৪ হাজার ৫০০ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। সোমবার ২৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়। মঙ্গলবার ২১ এপ্রিলের জন্য নির্ধারিত ২৬ হাজার ৪৪৬টি টিকিট কিনতে অনলাইনে যুদ্ধ করেছেন লাখো মানুষ। গত শুক্রবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। সোমবার ২৭ হাজারের কিছু বেশি  টিকিটের জন্য ১ কোটি ৮৪ লাখ মানুষ ‘রেল অ্যাপস’-এ হিট করছেন।

আসন বিহীন টিকিট বিক্রি হবে

যারা টিকিট পাচ্ছেন না তাদের জন্য আসনবিহীন টিকিট বিক্রি হবে। ঢাকা-চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ছাড়া বাকি ৩৬টি আন্তঃনগর ট্রেনে শুধু যাত্রার দিন আসনবিহীন ২৫ শতাংশ টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। তিনি জানান, অবিক্রিত টিকিট ও যাত্রার আগে কাউন্টার থেকে কাটতে পারবেন যাত্রীরা। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির