ঢাকা ১৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সোহানের পরিবর্তে রংপুরের নতুন অধিনায়ক ঘোষণা রান্নাঘরে বৈদ্যুতিক ত্রুটি বা গ্যাস লিকেজ থেকে আগুন, ধারণা পুলিশের ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করল ইরান ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল চার ডিজি বদল, অন্ধকারেই রেলওয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধ শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু ‘আপাতত সিদ্ধান্ত’ আসন সমঝোতার সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন! বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান, আশঙ্কা পশ্চিমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

বাংলাদেশ রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  10:42 PM

news image

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে অনেকের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ রেলওয়ের পেজে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাগণের অফিসের মোবাইল নম্বর ক্লোন বা হ্যাক করে বিভিন্ন জনের কাছে টাকা দাবী করা হচ্ছে। মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে মহোদয়ের আত্মীয় পরিচয় ও রেফারেন্স ব্যবহার করে টেন্ডার পাইয়ে দেয়া, বদলীর ভীতি প্রদর্শন, চাকুরীর প্রলোভন বা বিভিন্ন প্রকারের তদবির করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
এতে আরও বলা হয়, এছাড়া ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন কর্মকর্তা বা ঠিকাদার কর্তৃক একে অন্যের বিরুদ্ধে কর্মকর্তাদের নাম জড়িয়ে বিভিন্ন অভিযোগ, কুৎসা রটনা এবং সংবাদ মাধ্যমে বানোয়াট সংবাদ পরিবেশন করছেন। এতে রেলওয়ের ভাবমুর্তি ক্ষুন্ন ও কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে। 
বিজ্ঞপ্তির শেষের দিকে বলা হয়, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারী/ঠিকাদার/ ব্যক্তি বিশেষকে এ ধরনের প্রতারনামূলক কাজ হতে বিরত থাকার জন্য এবং সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় এ দায় দায়িত্ব রেল কর্তৃপক্ষ বহন করবে না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির